ভারত 'বখাটে ছেলে'! শাসানি চিনের

"বখাটে ছেলের মত ব্যবহার কোর না। আমাদের সঙ্গে পাঙ্গা দিতে আসে না অ্যামেরিকাও। তাই বুঝেশুনে।" ঠিক এইরকম কড়া ভাষাতেই ভারতকে শাসাল চিন। দলাই লামা 'তাস' খুব বেশি খেললে, ফল যে ভালো হবে না, সতর্ক করল চিন। এখবর প্রকাশিত হয়েছে চিনা সংবাদমাধ্যমে।

Updated By: Dec 23, 2016, 04:05 PM IST
ভারত 'বখাটে ছেলে'! শাসানি চিনের

ওয়েব ডেস্ক : "বখাটে ছেলের মত ব্যবহার কোর না। আমাদের সঙ্গে পাঙ্গা দিতে আসে না অ্যামেরিকাও। তাই বুঝেশুনে।" ঠিক এইরকম কড়া ভাষাতেই ভারতকে শাসাল চিন। দলাই লামা 'তাস' খুব বেশি খেললে, ফল যে ভালো হবে না, সতর্ক করল চিন। এখবর প্রকাশিত হয়েছে চিনা সংবাদমাধ্যমে।

সেখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারের সময় ডোনাল্ড ট্রাম্প 'ওয়ান চায়না' পলিসি চ্যালেঞ্জ করেছিল। তাইওয়ানের মত স্পর্শকাতর ইস্যুতে নাক গলানোর চেষ্টা করেছিল। কিন্তু ওই পর্যন্তই। অ্যামেরিকাকে 'সবক' শেখানো হয়ে গেছে। তারপর আর চিনের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস করেনি অ্যামেরিকা। এটা দেখে যেন ভারত অবশ্যই 'প্রয়োজনীয় শিক্ষাটা' নিয়ে নেয়। চিনকে চটানোর 'দুঃসাহস' না করে। আরও বলা হয়েছে, "ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হতে পারে, কিন্তু দূরদৃষ্টি ভীষণ কম। তাই দলাই লামা ইস্যু নিয়ে নাড়াচাড়া করলে ফল ভুগতে হতে পারে ভারতকে।"

আরও পড়ুন, দাউ দাউ করে আগুন জ্বলছে ১৪০টি বাড়িতে

.