রবিবার ছুটির দিনে চিন বিরোধী বিক্ষোভে অশান্ত হংকং
বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে রবিবার প্রথম জলকামান ব্যবহার করল প্রশাসন।
নিজস্ব প্রতিবেদন: ফের অশান্ত হংকং। রবিবার সকাল থেকে গত দু’সপ্তাহের শান্তিপূর্ণ আন্দোলনে ইতি পড়ছে। বিক্ষোভকারীদের হটাতে দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। ব্যবহার করা হয়েছে জলকামানও।
চিন বিরোধী বিক্ষোভের আগুনে ফুঁসছে হংকং। বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে রবিবার প্রথম জলকামান ব্যবহার করল প্রশাসন। ছোড়া হল কাঁদানে গ্যাস। প্রায় ২ সপ্তাহ ধরে চলা বিক্ষোভ আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে গিয়েছিল। ছুটির দিন রবিবার ফের পথে নামলেন বিক্ষোভকারীরা। আর ইট পাটকেল ছুড়তে শুরু করেন তাঁরা।
The water cannon as it was deployed to clear protesters and barricades on Sunday evening.
Full story: https://t.co/HLJ5lDrMdA#hongkong #hongkongprotests #china #antielab pic.twitter.com/jWoLirmt0W
— Hong Kong Free Press (@HongKongFP) August 25, 2019
গত দু’সপ্তাহের শান্তিপূর্ণ আন্দোলনে বদলে যায় রবিবার সকাল থেকে। অশান্তির সূত্রপাত হয় কুয়োন তং এলাকা থেকে। হংকং প্রশাসন খুব সম্প্রতি ঘোষণা করেছিল, স্বায়ত্তশাসিত এই অঞ্চলের চারটি শহর কেন্দ্রিক জেলায় মোট ৪০০টি ‘স্মার্ট ল্যাম্পপোস্ট’ লাগানো হবে। যার সূচনা হবে কুয়োন তং থেকে। সেখানে ৫০টি এই ধরনের ল্যাম্পপোস্ট লাগানোর কথা ছিল। কিন্তু হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের দাবি, এই অত্যাধুনিক বাতিস্তম্ভ শহরের বিভিন্ন এলাকায় লাগিয়ে চিনা প্রশাসন আসলে এখানকার মানুষের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন- মোদীকে সর্বোচ্চ সম্মান দেওয়ায় আমিরশাহিকে গালমন্দ হতাশ পাকিস্তানিদের