তাপ প্রবাহ কাড়ল ১,১৫০ জনের প্রাণ, করাচিতে এখন মৃত্যু মিছিল

তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে প্রায় এক হাজার একশ পঞ্চাশ জনের প্রাণ। পাকিস্তানের করাচিতে এখন শুধুই মৃত্যুমিছিল। তবে তাপমাত্রা কমতে থাকায় অল্প হলেও ফিরেছে স্বস্তি। ভিও- কিছুটা হলেও ফিরছে স্বস্তি। তবে পাকিস্তানে এখন শুধুই হাহাকার। গত কয়েকদিনের তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে কারো স্বামী, কারো বাবা-মা, কারো সন্তান, কারো পরিজনকে। প্রাথমিক শোক কাটিয়ে উঠে এখন প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করছেন মৃতের আত্মীয়রা।

Updated By: Jun 29, 2015, 08:53 AM IST
তাপ প্রবাহ কাড়ল ১,১৫০ জনের প্রাণ, করাচিতে এখন মৃত্যু মিছিল

ব্যুরো: তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে প্রায় এক হাজার একশ পঞ্চাশ জনের প্রাণ। পাকিস্তানের করাচিতে এখন শুধুই মৃত্যুমিছিল। তবে তাপমাত্রা কমতে থাকায় অল্প হলেও ফিরেছে স্বস্তি। ভিও- কিছুটা হলেও ফিরছে স্বস্তি। তবে পাকিস্তানে এখন শুধুই হাহাকার। গত কয়েকদিনের তাপপ্রবাহ ছিনিয়ে নিয়েছে কারো স্বামী, কারো বাবা-মা, কারো সন্তান, কারো পরিজনকে। প্রাথমিক শোক কাটিয়ে উঠে এখন প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করছেন মৃতের আত্মীয়রা।

চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা। সঙ্গে রামজানের উপবাস। তার ওপর ঘন ঘন লোডশেডিং। প্রাণ ওষ্ঠাগত করাচির বাসিন্দাদের। প্রচন্ড গরমে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মানুষ। দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খাচ্ছে স্থানীয় হাসপাতাল, মর্গ ও কবরস্থান কর্তৃপক্ষ।

.