গুগলের অনন্য `আর্থ ডে` ডুডল
আজ ২২ এপ্রিল। `আর্থ ডে`। এই বছরের আর্থ ডে উঠে এল গুগলের ডুডলে। অ্যানিমেটেড এই ডুডলে চাঁদ আর সূর্যের পালাবদলের মধ্যে দিয়ে বদলে যাচ্ছে চারটি ঋতু।
আজ ২২ এপ্রিল। `আর্থ ডে`। এই বছরের আর্থ ডে উঠে এল গুগলের ডুডলে। অ্যানিমেটেড এই ডুডলে চাঁদ আর সূর্যের পালাবদলের মধ্যে দিয়ে বদলে যাচ্ছে চারটি ঋতু।
এই অ্যানিমেটেড ডুডলের শুরুতেই রোদ ঝলমলে বসন্তের সকাল। পাহাড়ের চুড়ায় অল্প অল্প সাদা বরফের চাদর। সবুজ গালিচা মাঠে উঁকি মারছে বুনো ফুলের কুঁড়ি। গাছেও নতুন পাতা। ফুলের আভাস। সূর্যের গায়ে প্লে বটনটা ক্লিক করলেই শুরু ডুডলিংয়ের মজা। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদের আবির্ভাব। এই ভাবে সূর্যাস্ত আর বিভিন্ন আকারের চাঁদের আবির্ভাবের সঙ্গে তাল মিলিয়ে আসে এক একট ঋতু। বসন্তের পরেই আসে রুক্ষ গ্রীষ্ম। আর তারপর বরফ জমাট শীতকাল। ঝরণার মধ্যে মাছেদের আনাগোনা শীতকালে প্রাণের একমাত্র সাক্ষী এই ডুডলে।
বিশ্বে পরিবেশ দূষণ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই প্রতি বছর আজকের দিনে পালন করা হয় `আর্থ ডে`। ১৯৭০-এ প্রথম এই দিনটি উদযাপন করা হয়।
সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা এই দিনটির মূল লক্ষ্য।