Sabina Yasmin: মারণরোগে আক্রান্ত বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন!

Bangladeshi Singer: দীর্ঘদিন ওরাল ক্যান্সারে ভুগছিলেন বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সাবিনা ইয়াসমীন জানান, এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে তিনি মনোবল হারাননি। চিকিৎসা শেষে গত মাসে ঢাকায় ফেরেন সাবিনা। 

Updated By: Jan 24, 2025, 11:57 AM IST
Sabina Yasmin: মারণরোগে আক্রান্ত বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন!

সেলিম রেজা, ঢাকা: ২০২৩ সালের পরে মঞ্চে গান গাইতে দেখা যায়নি বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে। দীর্ঘদিন ওরাল ক্যান্সারে ভুগছিলেন এই শিল্পী। সম্প্রতি সাবিনা ইয়াসমিন জানান, ক্যান্সারে ভুগছিলেন তিনি। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে তাঁর অস্ত্রোপচার হয়। এরপরে চার মাসে ৩০টি রেডিওথেরাপি নিয়েছেন তিনি। কেবল কাছের মানুষেরাই শুধু জানতেন এসব তথ্য। সাবিনা ইয়াসমীন জানান, এটা ছিল কঠিন এক যুদ্ধ। তবে তিনি মনোবল হারাননি।
চিকিৎসা শেষে গত মাসে ঢাকায় ফেরেন সাবিনা। ফলোআপ করাতে এরপরও সিঙ্গাপুর যেতে হয়েছে। আপাতত যাওয়ার আর দরকার পড়ছে না-বলে জানিয়েছেন তিনি। 

সাবিনা ইয়াসমিন জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে টেলিফোনে বলেন, 'শেষ চার মাস অনেক কঠিন সময় ছিল। আল্লাহর অশেষ রহমত ও দেশবাসীর দোয়ায় আমি এই অবস্থা কাটিয়ে ‍উঠেছি। ভালো মানের চিকিৎসা পেয়েছি। ওই সময় আমার পাশে ছিল বন্ধু, ছোট বোন যাই বলি না কেনো সে হচ্ছে সংগীতশিল্পী মিলিয়া সাবেদ। সিঙ্গাপুরে রেডিওথেরাপির পুরোটা সময় ওর বাড়িতে ছিলাম। আমার জন্য ও যা করে যাচ্ছে তার ঋণ শোধ করতে পারব না।'

৩১ জানুয়ারি ও আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় দুটি বড় অনুষ্ঠানে গান গাওয়ার কথা রয়েছে সাবিনা ইয়াসমীনের। এরপর বাংলাদেশের চট্টগ্রামেও স্টেজ শো করবেন তিনি। প্রথম অনুষ্ঠানে নিজের পছন্দের গান যেমন শোনাবেন, তেমনি উপস্থিত শ্রোতাদের অনুরোধের গানও গাইবেন। দীর্ঘ সময় পর মঞ্চে গান গাওয়া নিয়ে এই শিল্পী জানিয়েছেন, আল্লাহর রহমতে গানে ফিরছেন। গান ছাড়া তিনি কিছু ভাবতে পারেন না। গানেই আনন্দ খুঁজে পান। মঞ্চে গান গাওয়ার পাশাপাশি নতুন গান রেকর্ডিংয়ের পরিকল্পনাও রয়েছে তার। স্টেজ শোর প্রস্তুতি হিসেবে টানা তিন দিন যন্ত্রশিল্পীদের নিয়ে মহড়ায় অংশ নেবেন।

আরও পড়ুন:Road Accident: মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া গাড়ি, বেঘোরে প্রাণ গেল তরুণীর...

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে সিনেমাটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন। দীর্ঘ সংগীতজীবনে এটিই তাঁর একমাত্র সুর ও সংগীত পরিচালনা।

৪ সেপ্টেম্বর ১৯৫৪ সালে জন্ম নেন সাবিনা ইয়াসমিন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার নানান আঙ্গিকের সুরে গান গেয়ে নিজেকে বাংলাদেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ব্যক্তিজীবনে আশির দশকে প্রথম বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় নৃত্য পরিচালক আমির হোসেন বাবুকে। তাঁর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ফের তিনি কলকাতার সংগীত শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে কবির সুমন নাম নেন। এই শিল্পীর সঙ্গেও ঘটে বিবাহ বিচ্ছেদ বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.