নোবেল শান্তি পুরস্কার ইউরোপিয়ান ইউনিয়নের ঝুলিতে

দু`হাজার বারো সালের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরো জোন অন্তর্ভুক্ত দেশ গুলির ঋণ সমস্যা মেটানো এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে `ঐতিহাসিক` ভূমিকা নিয়েছিল তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ইউরোপিয় ইউনিয়ন পাচ্ছে বলে জানানো হয়েছে নোবেল কমিটির তরফ থেকে। চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখে ১.২ মিলিয়ন ডলার অর্থমূল্যের পুরস্কার পাবে `ইউ`।

Updated By: Oct 12, 2012, 04:31 PM IST

দু`হাজার বারো সালের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ইউরোপিয়ান ইউনিয়ন। ইউরো জোন অন্তর্ভুক্ত দেশ গুলির ঋণ সমস্যা মেটানো এবং তাদের মধ্যে সমন্বয় সাধনের জন্য যে `ঐতিহাসিক` ভূমিকা নিয়েছিল তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার ইউরোপিয় ইউনিয়ন পাচ্ছে বলে জানানো হয়েছে নোবেল কমিটির তরফ থেকে। চলতি বছরের ডিসেম্বরের ১০ তারিখে ১.২ মিলিয়ন ডলার অর্থমূল্যের পুরস্কার পাবে `ইউ`।
১৯৫৭ সালে মাত্র ৬টি দেশ নিয়ে তৈরী হয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন। ১৯৮৯-এ তৎকালীন সোভিয়েত ইউনিয়ন পতনের পর পূর্ব ইউরোপের দেশ গুলিও এতে যোগ দেয়। বর্তমানে ইউ-র মোট সদস্য সংখ্যা ২৭। ১৯৯৯-এ ইউনিয়নের ১৭ টি দেশে চালু হয়েছিল সাধারণ মুদ্রা ইউরো।
বর্তমানে বিশ্বজুড়ে অর্থনৈতিক সঙ্কটের চোখ রাঙানিতে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত ইউরো জোন ভুক্ত বেশ কিছু দেশ। ঋণ সঙ্কট মোকাবিলায় প্রশ্ন উঠেছিল ইউরোপিয়ান ইউনিয়নের ভূমিকা নিয়েও। এই পরিস্থিতিতে শান্তির জন্য নোবেল প্রাপক হিসাবে `ইউ`-এর নাম ঘোষণা হওয়ায় বিস্মিত অনেকেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিতর্ক। নোবেলের পীঠস্থান নরওয়েতেই উঠছে প্রশ্ন। নরওয়ে নিজেই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়। দু`বার প্রত্যাখান করেছে ইউনিয়নের সদস্যপদ। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ফলে টালমাটাল ইউরোপিয়ান ইউনিয়নের পালে কিছুটা হাওয়া লাগবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে তাঁরা মনে করছেন এই পরস্কারের ফলে ইউ-র প্রতিপত্তিও বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে ইউ-তে অন্তর্ভুক্ত নয় এমন ইউরোপের দেশগুলির সার্বভৌমত্বেও আঘাত নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

.