ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, টোকিও-র বহুতলে ফাটল
জাপানে ভূমিকম্প। ভূমিকম্পপ্রবণ এলাকার আওতায় থাকা এই দেশ কেঁপে ওঠে ভারতীয় সময় দুপুর ১.৩০ নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ফুকুশিমায় উপকূলবর্তী এলাকায় সমুদ্রের ২৮ কিলোমিটার তলদেশে ছিল এই কম্পনের উত্পত্তিস্থল। কম্পনের জেরে টোকিও-র কিছু বহুতলে ফাটল দেখা যায়। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ওয়েব ডেস্ক: জাপানে ভূমিকম্প। ভূমিকম্পপ্রবণ এলাকার আওতায় থাকা এই দেশ কেঁপে ওঠে ভারতীয় সময় দুপুর ১.৩০ নাগাদ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ফুকুশিমায় উপকূলবর্তী এলাকায় সমুদ্রের ২৮ কিলোমিটার তলদেশে ছিল এই কম্পনের উত্পত্তিস্থল। কম্পনের জেরে টোকিও-র কিছু বহুতলে ফাটল দেখা যায়। তবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আরও পড়ুন-জুকেরবার্গের জবাব
গত এপ্রিলে দুটি শক্তিশালী ভূমিকম্পে দক্ষিণ জাপানের কুমামোতো অঞ্চল তছনছ হয়ে যায়। ৫০ জন মানুষ কম্পনে প্রাণ হারান।
প্রসঙ্গত, ২০১১ সালের মার্চে সমুদ্রের তলদেশে বড় মাত্রার কম্পনের ফলে জাপানে ভয়াবহ সুনামি আসে। এর ফলে ১৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান বা হারিয়ে যান।