শতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুত সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড
সোদপুর থেকে শিয়ালদহ আসছেন লোকাল চ্রেনে চেপে। কিংবা ব্যান্ডেল থেকে হাওড়া। অথবা মাঝেরহাট থেকে শিয়ালদহ। কতক্ষণ সময় লাগে আপনার! আচ্ছা একবার সাইকেলে আসার চেষ্টা করুন তো। ভাবছেন তো পায়ের ব্যথা সামলা ফেলেও সময়ের ব্যথা আপনাকে কষ্ট দেবে। ট্রেনের চেয়ে অনেক বেশি সময় লেগে যাবে সাইকেলে আসতে।
সোদপুর থেকে শিয়ালদহ আসছেন লোকাল চ্রেনে চেপে। কিংবা ব্যান্ডেল থেকে হাওড়া। অথবা মাঝেরহাট থেকে শিয়ালদহ। কতক্ষণ সময় লাগে আপনার! আচ্ছা একবার সাইকেলে আসার চেষ্টা করুন তো। ভাবছেন তো পায়ের ব্যথা সামলা ফেলেও সময়ের ব্যথা আপনাকে কষ্ট দেবে। ট্রেনের চেয়ে অনেক বেশি সময় লেগে যাবে সাইকেলে আসতে।
তাহলে শুনুন এমন একজনের কথা যে ভারতের সবচেয়ে দ্রুততম লোকাল ট্রেনের চেয়ে এমনকী শতাব্দী এক্সপ্রেসের চেয়েও দ্রুত বাই সাইকেল চালিয়ে বিশ্বরেকর্ড গড়লেন। তিনি হলেন ডাচ যুবক সেবাস্তিয়ান বোয়ার।
ঘণ্টায় প্রায় ১৩৪ কিলোমিটার (৮৩.১৩ মাইল, প্রতি ঘণ্টা) গতিবেগে বাই সাইকেল চালিয়ে এখন বিশ্বের দ্রুততম সাইকেলিস্ট তিনিই। তবে তাঁর সাইকেলটা ঠিক আমাদের মত নয়। সেবাস্তিয়ানের বাই সাইকেলটা একেবারে অত্যাধুনিক প্রযুক্তির। রিকামবেন্ট এই বাই সাইকেলটার নিয়ম হল ভিতর ঢুকে চালাতে হবে। গিয়ারও বেশ অত্যাধুনিক। তবে বেসিক ব্যাপারটা কিন্তু সেই এক। প্যাটেলে চাপ দিয়ে গরগর করে এগিয়ে যাওয়া।