রাশিয়ার আইনসভার নির্বাচন সাঙ্গ
দুমার ভবিষ্যত্ নির্ধারণ করার জন্য নির্বাচন হল রাশিয়ায়। আইনসভার নিম্নকক্ষে সাড়ে চারশোটি আসনের জন্য হয়েছে ভোটগ্রহণ। ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ, কালিনিনগ্রাদে শেষ হয় ভোটগ্রহণ পর্ব।
দুমার ভবিষ্যত্ নির্ধারণ করার জন্য নির্বাচন হল রাশিয়ায়। আইনসভার নিম্নকক্ষে সাড়ে চারশোটি আসনের জন্য হয়েছে ভোটগ্রহণ। ভারতীয় সময় রাত সাড়ে দশটা নাগাদ, কালিনিনগ্রাদে শেষ হয় ভোটগ্রহণ পর্ব।
ভারতে বসবাসকারী হাজার দুয়েক রাশিয়ানকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে কলকাতা, দিল্লি, মুম্বই এবং গোয়ায় নির্বাচনের ব্যবস্থা করেছিল দি এমব্যাসি অফ দ্য রাশিয়ান ফেডারেশন। এ বারের নির্বাচনী ফলাফলকে রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত জনপ্রিয়তার প্রতি সমর্থন বলেই পূর্বাভাস দিচ্ছেন। প্রেসিডেন্ট পদে তাঁর জয় প্রায় নিশ্চিত বলেই তাঁদের মত। এবং সেটা হলে আগামী দু`হাজার চব্বিশ পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকার বন্দোবস্ত প্রায় পাকা করে ফেলেছেন পুতিন। বিদায়ী দুমায় এতদিন তাঁর দল ইউনাইটেড রাশিয়ারই প্রাধান্য ছিল। তার জন্য আইনসভার নিম্নকক্ষকে ক্রেমলিনের রাবার স্ট্যাম্প বলে সমালোচনাও করেছেন পর্যবেক্ষকরা।
পুতিনের একাধিপত্য নিয়ে সমালোচনার পাশাপাশি এ বারের নির্বাচনে আইনভাঙার বহু অভিযোগ উঠেছে। দেশের একমাত্র স্বাধীন নজরদার সংস্থা গোলোস প্রায় সাড়ে পাঁচ হাজার অভিয়োগ দায়ের করেছে। অভিযোগ উঠেছে টাকাপয়সা লেনদেন এবং অতিরিক্ত টিভি এয়ারটাইম দেওয়ারও। মস্কো বিমানবন্দরে নিজের ল্যাপটপ নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিতে অসম্মত হওয়ায় গোলোসের শীর্ষকর্ত্রীকে গ্রেফতার করা হয়। নির্বাচনী প্রস্তুতিতে বিদেশিশক্তির হস্তক্ষেপের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন।