Peshawar Blast: পেশোয়ারের মসজিদে সন্দেহভাজন জঙ্গির কাটা মুণ্ডু! বিস্ফোরণে মৃত বেড়ে ১০০
শহরের পুলিস লাইন এলাকার মসজিদে তখন প্রার্থনার জন্য জড়ো হয়েছিল কমপক্ষে ২৬০ জন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে মসজিদ। কীভাবে? ঘটনাস্থলে পাওয়া গেল সন্দেহভাজন জঙ্গির কাটা মুণ্ডু! প্রাথমিক তদন্তে অনুমান, প্রার্থনা চলাকালীন মসজিদে আত্মঘাতী হামলা চালায় সে। ঘটনার দায় স্বীকার করল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান।
ভরদুপুরে বিস্ফোরণ পেশোয়ারে। কোথায়? পুলিস লাইন এলাকার একটি মসজিদে। গতকাল, সোমবার প্রার্থনা করতে ওই মসজিদের ভিড় করেছিলেন কমপক্ষে ২৬০ জন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই ছিল যে, ভেঙে পড়ে মসজিদের ছাদ। ধ্বংসস্তুপের নিচে পড়েন অনেকেই। মৃতের সংখ্যা বেড়ে হল ১০০। আহত দুশোরও বেশি। ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। চরম সতর্কতা জারি করা হয়েছে পেশোয়ারে।
পাক-সংবাদ সূত্রে খবর, 'বিস্ফোরণের মসজিদে ছিলেন পুলিসকর্মী ও বম্ব ডিস্পোজাল স্কোয়াডের সদস্যরা। পেশোয়ারের পুলিস আধিকারিক মহম্মদ আজিজ খান জানিয়েছেন, 'মনে হচ্ছে, মসজিদে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। ঘটনাস্থলে সন্দেভাজন জঙ্গির কাটা মুণ্ডু পাওয়া গিয়েছে'। ঘটনার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানিয়েছেন, দোষীদের কড়া শাস্তি হবে। টুইট করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও।
Strongly condemn the terrorist suicide attack in police lines mosque Peshawar during prayers. My prayers & condolences go to victims families. It is imperative we improve our intelligence gathering & properly equip our police forces to combat the growing threat of terrorism.
— Imran Khan (@ImranKhanPTI) January 30, 2023
এর আগে, গত বছরের মার্চেও বিস্ফোরণ ঘটেছিল পেশোয়ারে। সেবারও জঙ্গিদের নিশানায় ছিল মসজিদ। বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন পঞ্চাশ জনেরও বেশি মানুষ। আহত কয়েকশো। ঘটনার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (IS)।