Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

Bangladesh Crisis: স্বাভাবিক রাখতে পুলিসের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেন।

Updated By: Jan 27, 2025, 10:38 AM IST
Bangladesh Crisis: বদলের বাংলাদেশে ফের উত্তপ্ত শিক্ষাপ্রাঙ্গন! ঢাকার কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৭

সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন, ঢাকা: বদলের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাত দেড়টায় পর দফায় দফায় সংঘর্ষ চলছে।  রাত ১১টার পর থেকে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।  আহতরা হলেন, ইরফান (২০), পথচারী উজ্জ্বল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২) ও রিপন। সূত্র দাবি করেন, এদের মধ্যে কারা কোন কলেজের সেটা এখনো জানা যায়নি তবে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তবে উজ্জ্বল নামে এক শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তার পরিবারের সদস্যরা আবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনিও চিকিৎসাধীন।

আরও পড়ুন: বাংলাদেশে ফের ছাত্র-আন্দোলন! ঢাকায় পথ অবরোধ পড়ুয়াদের...

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিস ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মোঃ ফারুকের সাথে মধ্য রাতে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে জানান, মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে এই আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঢাকায় শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিসের সহায়তায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঢাকার নিউমার্কেট এলাকার দিকে ধাওয়া দেন। পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসের দিকে ধাওয়া দেন। রোববার রাত ১১টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে ঢাকার মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্যার এ এফ রহমান হলের সামনে অবস্থান নেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দু’পক্ষের মধ্যে এখনো উত্তেজনা চলছে।

আরও পড়ুন: ভারতের সঙ্গে বাড়ছে দূরত্ব! পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান পরিষেবা চালু করছে ইউনূস সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যকার উত্তেজনা থামাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিস। পুলিস ঢাকা কলেজের শিক্ষার্থীদের ঢাকার নিউমার্কেট এলাকার দিকে সরিয়ে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে শুরু করে মুক্তি ও গণতন্ত্র তোরণ পর্যন্ত অবস্থান করছেন। ঢাকার সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের কাছে সাত কলেজের কয়েকজন শিক্ষার্থী কয়েকটি দাবি নিয়ে যান। এ সময় উপ-উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেন। ঢাকা কলেজের শিক্ষার্থী ও সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রহমান ঘটনাস্থলে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, উপ-উপাচার্য ঘটনাস্থলে এসে ক্ষমা না চাইলে তারা স্থান ছাড়বেন না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.