জেলে বন্দিদের কটূক্তিতে সেল পরিবর্তন ডনের, আজই জেরা ছোটা রাজনকে
আজই ছোটা রাজনকে জেরা করতে পারেন ভারতীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার পুলিসকে ছোটা রাজন সম্পর্কে ডসিয়ের জমা দিয়েছেন তাঁরা।
Updated By: Oct 30, 2015, 10:18 AM IST
ওয়েব ডেস্ক: আজই ছোটা রাজনকে জেরা করতে পারেন ভারতীয় গোয়েন্দারা। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার পুলিসকে ছোটা রাজন সম্পর্কে ডসিয়ের জমা দিয়েছেন তাঁরা।
সহ বন্দিরা কটুক্তি করায় গতরাতেই অন্য সেলে সরানো হয় ছোটা রাজনকে। অভিযোগ, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন বালির দেনপাসা থানার অন্য বন্দিরা। রাতারাতি থানার অন্য সেলে সরানো হয় দাউদের একসময়ের সঙ্গীকে। ডি কোম্পানির হাতে খুন হওয়ার আশঙ্কায় বুধবার পর্যন্ত দেশে ফিরতে চায়নি রাজন। সূত্রের খবর, ভারতীয় গোয়েন্দাদের কাছে নিরাপত্তার গ্যারান্টি পেয়ে এরপর দেশে ফিরতে রাজি হয় মুম্বই আন্ডারওয়ার্ল্ডের নানা। রাজনকে হেফাজতে পেতে গতকালই বালি পৌছয় ভারতীয় গোয়েন্দাদের বিশেষ দল।