'দুর্নীতি না কমলে চিনের লাল রং পাল্টে যেতে পারে'

ইয়াং জিয়াদুর আরও দাবি, এর আগে যে ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আদতে বাড়তে দেওয়া হয়েছে তাতে, নেতারা দুর্বল হয়ে পড়ছেন। ভাবাদর্শের উপর বড়সড় আঘাত আসছে। একটা সময় সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে পড়বে চিন, এমনই তাঁর আশঙ্কা।

Updated By: Nov 15, 2017, 08:28 PM IST
'দুর্নীতি না কমলে চিনের লাল রং পাল্টে যেতে পারে'

নিজস্ব প্রতিবেদন: দুর্নীতি না কমাতে পারলে চিনের রং পাল্টে যেতে পারে। এমন বিস্ফোরক মন্তব্যই করলেন নিয়মশৃঙ্খলা পর্যবেক্ষণের দায়িত্বে থাকা সেন্ট্রাল কমিশনের সহ-সচিব ইয়াং জিয়াদু। সদ্যসমাপ্ত ২৫তম পার্টি  কংগ্রেসে সহ-সচিবের পদে নিযুক্ত হন জিয়াদু। তাঁর মতে, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থতাই 'লাল দেশের রং পাল্টে দিতে পারে।'

আরও পড়ুন- কর্তাদের খুশি করতে অশ্লীল ভঙ্গিতে নাচতে হল নার্সদের!

ইয়াং জিয়াদুর আরও দাবি, এর আগে যে ভাবে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আদতে বাড়তে দেওয়া হয়েছে তাতে, নেতারা দুর্বল হয়ে পড়ছেন। ভাবাদর্শের উপর বড়সড় আঘাত আসছে। একটা সময় সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে পড়বে চিন, এমনই তাঁর আশঙ্কা।

চিনা মুখপত্র 'পিপল'স ডেইলি'তে জিয়াদুর সম্পাদকীয় একটি লেখায় এই খবর প্রকাশিত হয়। সেখানে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে দুর্নীতি রোখার বার্তা দেন জিয়াদু।

আরও পড়ুন- সমকামি বিয়ের পক্ষে রায় অস্ট্রেলিয়ার নাগরিকদের

সংবাদ সংস্থা সূত্রে খবর, জিংপিং-র ঘুষ প্রতিরোধ করার অভিযানকে মাথায় রেখে আগামী বছরের মধ্যে চিনা সরকার নতুন কমিশন বসাতে চলেছে। তবে, জিয়াদুরের এই সতর্কবাণী ইতিমধ্যেই জিংপিংয়ের ঘুম কেড়েছে বলে মনে করছেন কূটনৈতিকমহল।

.