Britain's Confidence Vote: পদত্যাগ করেছেন বরিস তবুও আস্থা ভোটে টিকে গেল তাঁর সরকার, কেন?
ভোট এড়াতে চাইছে সব পক্ষই। ভোটের খরচ অতিরিক্ত বোঝা চাপাবে দেশবাসীর উপরে। তাই বরিসের প্রতি অনীহা থাকলেও ঘটনাচক্রে তা বরিসের দলের প্রতি নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জমে উঠেছে ব্রিটেনের রাজনীতি। জমে উঠেছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টির দ্বৈরথ।
নিজেদের আনা আস্থা ভোটে টিকে গিয়েছে যুক্তরাজ্যের (বিদায়ী) প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার। এদিকে বরিসের উত্তরসূরি নির্বাচনে কনজারভেটিভ পার্টির পার্লামেন্ট সদস্যদের (এমপি) তৃতীয় রাউন্ডের ভোটেও শীর্ষ স্থান ধরে রেখেছেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক, যাঁকে আগামি দিনের ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবেই ধরে নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট মহলে।
জাতীয় নির্বাচন এড়াতে সোমবার আনা আস্থা ভোটে মন্ত্রীদের পক্ষেই রায় দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যরা। ৩৪৯-২৩৮ ভোটে টিকে যায় সরকার। বিরোধী দল লেবার পার্টি অবশ্য অবিলম্বে অন্তর্বর্তী নেতা নিয়োগের মাধ্যমে বরিসকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে বরিস ইতিমধ্যেই সরে যাওয়ার কথা ঘোষণাও করে দিয়েছেন। সেপ্টেম্বরের শুরুতেই তাঁর উত্তরসূরি নির্বাচন করতে চলেছে কনজারভেটিভ পার্টি।
বরিসকে দ্রুত সরাতে সরকার ও বরিস উভয়ের বিরুদ্ধেই অনাস্থা ভোট আনতে চেয়েছিল লেবার পার্টি। তবে সরকার বলছে, এটা অপ্রয়োজনীয়। কারণ, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সরে যাওয়ার কথা ঘোষণা করে ফেলেছেন। এর পরিবর্তে কনজারভেটিভ পার্টির সদস্যরা শুধু সরকারের বিরুদ্ধেই আস্থা ভোটের প্রস্তাব করে।
বরিসের উত্তরসূরি হওয়ার দৌড়ে আরও এগিয়ে গিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। সোমবার কনজারভেটিভ এমপিদের তৃতীয় রাউন্ডের ভোটাভুটিতে ব্যবধান আরও বাড়িয়েছেন তিনি। এ দফায় সুনাক ১১৫ টি ভোট পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডে তিনি ১০১ টি ভোট পেয়েছিলেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Prolonged Heatwave: কেন বিশ্ব জুড়ে এত তীব্র তাপপ্রবাহ? কী ভাবে বাঁচবেন?