Auto Fare: অটোওয়ালাদের ট্যাঁফুঁ এবার বন্ধ, বেশি ভাড়া নিলেই ৫০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও
Auto Fare: মিটারের থেকে বেশি ভাড়া নিলে শুধু প্রমাণের অপেক্ষা। জেল-জরিমানা দুটোই হতে পারে
![Auto Fare: অটোওয়ালাদের ট্যাঁফুঁ এবার বন্ধ, বেশি ভাড়া নিলেই ৫০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও Auto Fare: অটোওয়ালাদের ট্যাঁফুঁ এবার বন্ধ, বেশি ভাড়া নিলেই ৫০ হাজার টাকা জরিমানা, হতে পারে জেলও](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520779-7.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অটোচালকদের বিরুদ্ধে কড়া নির্দেশিকা জারি করল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ। সেই নির্দেশিকায় বলা হয়েছে পেট্রোল বা সিএনজি চালিত অটো চালকরা মিটারের থেকে বেশি ভাড়া নিলেই কড়া ব্যবস্থা। দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা।
আরও পড়ুন-প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল আখনুর সেক্টর, ছিন্নবিচ্ছিন্ন ২ সেনা জওয়ান
বিআরটিএর পরিচালক শীতাংশু শেখর ওই নির্দেশিকা ধরিয়ে দিয়েছেন ঢাকা পুলিস কমিশনারকে। ফলে খুব শীঘ্রই তা কার্যকর হচ্ছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার বেশি ভাড়া আদায়ের অভিযোগ হলেই মামলা রুজু হবে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, পরিবহণ আইন অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারেজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যেকোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন। মিটারে যে ভাড়া প্রদর্শিত হবে তার অতিরিক্ত দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যতিক্রম হলে আইন অনুযায়ী ৬ মাসের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক এক পয়েন্ট কেটে নেওয়া হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)