পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর স্কুল যাত্রার ছবি দেখে শিউরে উঠছে গোটা দুনিয়া!
আপনি স্কুলে যেতেন কীসে করে? হয়তো বাবার সঙ্গে সাইকেলে বা বাইকে। কিংবা মায়ের সঙ্গে রিক্সাতে। অথবা স্কুল বাসে কিংবা স্কুল ভ্যানে। বা আপনার স্কুল দূরে হলে হয়তো ট্রামে বা ট্রেনে চেপে। কিংবা হয়তো হেঁটে হেঁটেই স্কুলে যেতেন আপনি।
ওয়েব ডেস্ক: আপনি স্কুলে যেতেন কীসে করে? হয়তো বাবার সঙ্গে সাইকেলে বা বাইকে। কিংবা মায়ের সঙ্গে রিক্সাতে। অথবা স্কুল বাসে কিংবা স্কুল ভ্যানে। বা আপনার স্কুল দূরে হলে হয়তো ট্রামে বা ট্রেনে চেপে। কিংবা হয়তো হেঁটে হেঁটেই স্কুলে যেতেন আপনি।
কিন্তু এই স্কুলের গল্পটা একটু আলাদা। চিনের সিচুয়ান প্রদেশের একটি গ্রাম। আটুলিয়ে। মেরেকেটে ৭২ থেকে ৭৫ টি পরিবারের বাস প্রায় তিন হাজার ফুট উচ্চতার পাহাড়ে। তাদের সবকিছুই করতে হয় অত উঁচু থেকে নিচে এসে সমতলে। তাই স্কুলও নিচে। আর গ্রামের ৬ থেকে ১৫ বছরের শিশুরা স্কুলে আসে এভাবেই পাহাড় থেকে দড়ি বেয়ে! একবার স্কুলে আসলে সপ্তাহ দুয়েক নিচেই থাকে পড়ুয়ারা। পরে তাদের অভিভাবকরা নিয়ে যান আবার নিজেদের বাড়িতে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। সিচুয়ানের কর্তারাও বলেছেন, খুব তাড়াতাড়ি অন্য কিছুর ব্যবস্থা করবেন তাঁরা।