পর্নস্টার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী

পর্নস্টার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী। এতটুকুনি পড়েই নিশ্চই অনুমান করতে পারছেন কে সেই প্রেসিডেন্ট পদপ্রার্থী! হ্যাঁ, তিনি ডোনাল্ড ট্রাম্প, এবারের আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, রিপাবলিক দলের প্রার্থী। আর তাঁর বিরুদ্ধেই 'অশালীন আচরণের' অভিযোগ এনেছেন পর্ন সেনসেশন জেসিকা ড্রেক।

Updated By: Oct 24, 2016, 03:45 PM IST
পর্নস্টার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী

ওয়েব ডেস্ক: পর্নস্টার ও প্রেসিডেন্ট পদপ্রার্থী। এতটুকুনি পড়েই নিশ্চই অনুমান করতে পারছেন কে সেই প্রেসিডেন্ট পদপ্রার্থী! হ্যাঁ, তিনি ডোনাল্ড ট্রাম্প, এবারের আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে, রিপাবলিক দলের প্রার্থী। আর তাঁর বিরুদ্ধেই 'অশালীন আচরণের' অভিযোগ এনেছেন পর্ন সেনসেশন জেসিকা ড্রেক।

আরও পড়ুন- যৌন কেলেঙ্কারিতে ট্রাম্পের জনপ্রিয়তা ক্রমশ কমছে, হিলারিই মসনদে আসছেন, বলছে সমীক্ষা

শুধু জেসিকাই নয় অভিনেত্রী সালমা হায়েকও ট্রাম্পের বিরুদ্ধে খড়গহস্ত। তাঁর অভিযোগ, তিনি নাকি মার্কিন ধনকুবের ট্রাম্পকে সঙ্গ দিতে চিননি আর তাই ট্রাম্প রেগে অগ্নিশর্মা। এবং প্রভাবশালী ট্রাম্প নাকি সেজন্যই হায়েকের বিরুদ্ধে 'অসত্য' সংবাদ প্রকাশ করেছেন। এই অভিনেত্রী আরও জানিয়েছেন যে, ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন তাহলে তা স্পেনীয়দের জন্য ভয়ংকর হবে।

আরও পড়ুন- ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীয়ের নগ্ন ছবি ছাপল আমেরিকার এক ট্যাবলয়েড

.