গুগলে দেখতে পাবেন আপনার টুইট বার্তা
এবার আপনার টুইট দেখতে পাবেন গুগল সার্চ পেজে। আপনার ১৪০ শব্দের বার্তা শুধুমাত্র টুইটের পেজে ঘোরাঘুরি করবে না। গুগল আকাশের ভেসে বেড়াবে আপনার টুইট বার্তা।
Updated By: Feb 5, 2015, 01:52 PM IST
ওয়েব ডেস্ক: এবার আপনার টুইট দেখতে পাবেন গুগল সার্চ পেজে। আপনার ১৪০ শব্দের বার্তা শুধুমাত্র টুইটের পেজে ঘোরাঘুরি করবে না। গুগল আকাশের ভেসে বেড়াবে আপনার টুইট বার্তা।
ফেসবুকের পোস্ট গুগল সার্চ পেজে আমরা পেয়ে থাকি। ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে এবার টুইটারও যোগ দিল গুগল পাতায়। মার্চ থেকে আপনার মেসেজ খুঁজে পাবেন গুগলে। এছাড়াও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, গুগলের পাশাপাশি ইয়াহু ও বিঙ-এ দেখা যাবে তাদের ২৮৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারীদের টুইট বার্তা।
টুইটার সিইও ডিক কস্টোলো চেষ্টা করছেন টুইটের জনপ্রিয়তার গতি আনতে। এই মুহূর্তে ১.৪ বিলিয়ন ফেসবুক ও তাদেরই কোম্পানী ইনস্টাগ্রাম ৩০০ মিলিয়ন ব্যবহারকারীর সংখ্যা।