চ্যাট মেসেজকে আরও সুরক্ষিত করতে হোয়াটস অ্যাপের নতুন ফিচার্স
চ্যাট, মেসেজ, কথপোকথন সবই খুবই ব্যক্তিগত। আর আমরা সবসময় চাই আমাদের ব্যক্তিগত জিনিস যেন গোপনই থাকে। কিন্তু হ্যাকারদের দৌরাত্মে এখন আর কিছুই ব্যক্তিগত নেই। সব কিছুই এখন তাদের হাতের মুঠোয়। আপনার ফোনে হাত না দিয়েও আপনার ফোনটি হ্যাক করে ফেলবে তারা। এবার আমাদের চ্যাট মেসেজ যাতে আরও সুরক্ষিত থাকে, কীভাবে আপনি হোয়াটস অ্যাপের চ্যাট আরও সুরক্ষিত রাখবেন জেনে নিন-
ওয়েব ডেস্ক: চ্যাট, মেসেজ, কথপোকথন সবই খুবই ব্যক্তিগত। আর আমরা সবসময় চাই আমাদের ব্যক্তিগত জিনিস যেন গোপনই থাকে। কিন্তু হ্যাকারদের দৌরাত্মে এখন আর কিছুই ব্যক্তিগত নেই। সব কিছুই এখন তাদের হাতের মুঠোয়। আপনার ফোনে হাত না দিয়েও আপনার ফোনটি হ্যাক করে ফেলবে তারা। এবার আমাদের চ্যাট মেসেজ যাতে আরও সুরক্ষিত থাকে, কীভাবে আপনি হোয়াটস অ্যাপের চ্যাট আরও সুরক্ষিত রাখবেন জেনে নিন-
আরও পড়ুন ভ্যালেন্টাইন্স ডে-তে ঘুরতে যেতে পারেন বিশ্বের এই আটটি দেশে
হোয়াটস অ্যাপের নতুন সিকিউরিটি ফিচার্স ব্যবহারের জন্য প্রথমে আপনাকে হোয়াটস অ্যাপটি আপডেট করতে হবে। তারপর সেটিংস- অ্যাকাউন্ট- টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করতে হবে। এবার একটি ইমেল অ্যাড্রেস এবং ৬ সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। আপনার হোয়াটস অ্যাপের চ্যাট মেসেজ এখন সুরক্ষিত।