মোবাইল ফোনের বিল আরও কমবে, কীভাবে জেনে নিন
ওয়েব ডেস্ক: আরও কমতে চলেছে মোবাইল ফোনের বিল। আগামী বছরেই ২৫ থেকে ৩০ শতাংশ কমবে মোবাইল ফোনের বিল। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
গত বছর জিও বাজারে আসার পরেই, গ্রাহকদের ফোনের বিল কমতে থাকে।জিও আসার পরে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা বাড়তে থাকে। প্রতিটি টেলিকম সংস্থাই তাদের প্ল্যানগুলির মূল্য অনেক কমিয়ে দেয়। বিশেষত, যাঁরা বেশি ডেটার প্যাক(মাসে ৮ জিবি-র বেশি)ব্যবহার করেন, তাঁরাই বেশি লাভবান হন জিও আসার পরে। জিও আসার আগে তাঁদের মাসে যা খরচ হতো, তার থেকে প্রায় ৬০-৭০ শতাংশ কম খরচ হতে থাকে। জিও বাজারে আসার আগে এয়ারটেল, ভোডাফোন-সহ বাকি কোম্পানির প্ল্যানগুলির বিল মেটাতে মধ্যবিত্তের নাজেহাল অবস্থা হতো। কিন্তু এখন বদলে গেছে ছবিটা। এখন কে সবচেয়ে বেশি সস্তার অফার দিতে পারে, তাই নিয়েই শুরু হয়েছে প্রতিযোগিতা। তাতে অন্তত মধ্যবিত্ত হাতে চাঁদ পয়েছেন।