WATCH | Neymar: দেশে ফিরে কেন অঝোরে কাঁদলেন নেইমার? ভাইরাল ভিডিয়োতে নেটপাড়ায় শোরগোল...

Neymar Breaks Down: নেইমারের আরব্য রজনী অতীত! ফিরলেন ছোটবেলার ক্লাবে...  

Updated By: Feb 1, 2025, 03:00 PM IST
WATCH | Neymar: দেশে ফিরে কেন অঝোরে কাঁদলেন নেইমার? ভাইরাল ভিডিয়োতে নেটপাড়ায় শোরগোল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্য চলো! এই আন্দোলনের অঘোষিত ডাক দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তিনি বছর দুয়েক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসের আসতেই, বিশ্বের তাবড় ফুটবলাররা সিআরসেভেনের পিছু নিয়েছিলেন সৌদিতে। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসা ফুটবলারদের তালিকায় রয়েছেন এন'গোলো কান্তে থেকে করিম বেঞ্জেমার মতো নাম। সৌদি প্রো লিগ খেলতে ব্রাজিলের পোস্টার বয় নেইমারও (Neymar) পা বাড়িয়ে ছিলেন পিএসজি (PSG) থেকে। ৯০ মিলিয়ন ইউরোতে আল হিলালে (Al Hilal) নাম লিখিয়ে প্যারিস থেকে দোহায় এসেছিলেন। 

আরব্য রজনী অতীত! আল হিলালের সঙ্গে হানিমুন শেষ নেইমারের, চলতি বছরের শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি ছিল। কিন্তু তা ক্লাব ও ফুটবলারের ইচ্ছাতেই শেষ হয়েছে মাঝপথে। নেইমার ফিরে এসেছেন ব্রাজিলে। ছ'মাসের চুক্তি করেছেন ছোটবেলার ক্লাব স্যান্টোসের সঙ্গে। ১১১ বছরের এই ক্লাবে খেলেছেন ফুটবলসম্রাট পেলেও। নেইমারকে রাজকীয় সংবর্ধনায় ঘরে ফিরিয়েছে স্যান্টোস। আবেগঘন মুহর্তে আর নিজেকে আটকে রাখতে পারেননি তিনি। অঝোরে কেঁদেছেন মঞ্চে দাঁড়িয়ে। সেই ভিডিয়ো এখন ভাইরাল...স্যান্টোস গতবছর ব্রাজিলিয়ান সিরি বি খেতাব জিতে সরাসরি সিরি এ-তে উন্নীত হয়েছে। সেই প্রতিযোগিতায় দেখা যাবে নেইমারকে।  

আরও পড়ুন: রোনাল্ডোওওওওওও...ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে লিখলেন ইতিহাস, অবিশ্বাস্য বললেও কম

মেসি-রোনাল্ডোদের সঙ্গে একসময়ে নেইমারের নাম উচ্চারিত হত। কিন্তু সেসব আজ অতীত। অলিম্পিক্স সোনা জয়ী মাঠে কম রিহ্যাবে বেশি কাটান। চোট-আঘাত ও রঙিন জীবনই নেইমারের কেরিয়ার প্রায় গিলে ফেলেছে। আল-হিলালের জার্সিতে লিগ-কাপ মিলিয়ে মাত্র ৭বার মাঠে নেমেছেন নেইমার। আর খেলবেনই বা কী করে তিনি। বাঁ-হাঁটুর এসিএল চোটের সঙ্গে হ্যামস্ট্রিং চোটের জোড়া মার্কিংই নেইমারকে বোতলবন্দি করে ফেলেছিল।  স্যান্টোস চায় নেইমার আপাতত থাকুন। ক্লাবের সহ-সভাপতি ফার্নান্দো বোনাভাইডস। তিনি এক স্থানীয় মিডিয়াকে জানান, 'নেইমারের সঙ্গে প্রাথমিক ভাবে ছয় মাসের চুক্তি হয়েছে, তবে স্পষ্টত আমরা ওকে আমাদের সঙ্গে রাখার যথাসাধ্য চেষ্টা করব। আমরা আশা করছি যে,  আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত ও আমাদের সঙ্গে থাকবে'...

আরও পড়ুন: ১০০ কেজির উপর ওজন! মাঠে গড়াগড়ি পাক উইকেটকিপারের, নেটপাড়া হেসে কুটোপাটি...

২০০৩ সালে প্রথমবার স্যান্টোসে পা দিয়েছিলেন নেইমার। ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবেই ছিল তাঁর যুব কেরিয়ার। এরপর ২০০৯-২০১৩ পর্যন্ত, টানা পাঁচ বছর এখানেই সিনিয়র কেরিয়ার শুরু করেছিলেন। স্যান্টোসের হয়ে নেইমার ২২৫ ম্যাচে ১৩৬ গোল করেছেন। এরপর নেইমার চলে আসেন বার্সোলোনায়। চলতি বছর জুনে নেইমারের সঙ্গে আল-হিলালের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই নেইমার ছাড়ছেন ক্লাব। যার ফলে তাঁর চুক্তির চুক্তির বাকি ৬৫ মিলিয়ন ডলারের থেকে ২৫-৩০ মিলিয়ন ডলারের মায়া কাটাতে হচ্ছে। বিরাট পে-কাটের মুখেই পড়ছেন নেইমার।   

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.