শুক্রবার সকালেই খুলেছে ২৫১ টাকার স্মার্ট ফোনের লিঙ্ক, ক্লিক করে অর্ডার করুন

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের খুলেছে ফ্রিডম ২৫১-এর বুকিং লিঙ্ক। www.freedom251.com টাইপ করে সার্চ করুন অথবা এই লিঙ্কে- http://www.freedom251.com/ ক্লিক করে ফ্রিডম ২৫১ অর্ডার করুন।

Updated By: Feb 19, 2016, 09:40 AM IST
শুক্রবার সকালেই খুলেছে ২৫১ টাকার স্মার্ট ফোনের লিঙ্ক, ক্লিক করে অর্ডার করুন

ওয়েব ডেস্ক: ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফের খুলেছে ফ্রিডম ২৫১-এর বুকিং লিঙ্ক। www.freedom251.com টাইপ করে সার্চ করুন অথবা এই লিঙ্কে- http://www.freedom251.com/ ক্লিক করে ফ্রিডম ২৫১ অর্ডার করুন।

ফোন অর্ডারের কিছু নিয়মাবলী-
www.freedom251.com টাইপ করলে যে পাতাটি প্রথম খুলবে, সেখানে সবুজ রঙের Buy Now- বোতামে ক্লিক করুন। এরপর দ্বিতীয় যে ওয়েব পাতা খুলবে, সেখানে নিজের নাম, ঠিকানা, রাজ্য, শহর, পিন নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখুন। এরপর 'অর্ডার নাও'তে ক্লিক করুন।

বুকিংয়ের পর আপনার কাছে একটি ইমেল আসবে, যেখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনাকে ২৯১ টাকা জমা করতে হবে। ২৫১ টাকা স্মার্ট ফোনের দাম আর ৪০ টাকা ডেলিভারি চার্জ।

শেষে যেটা করতে হবে,  বুকিয়ের একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন, যেখানে থাকবে আপনার অর্ডার নম্বর। কবে, কখন আপনি ফোন অর্ডার করেছেন সেই ডিটেল ও থাকবে সেখানে।

.