ভবিষ্যতের সস্তার কম্পিউটারে ব্যবহার হবে ডিনএনএ

ভবিষ্যতে সস্তার কম্পিউটার বানাতে সাহায্য করবে ডিনএনএ! বিজ্ঞানীরা কপার সল্ট দিয়ে ডিএনএ-র স্ট্রাকচার পরিবর্তন করে তাকে কাজে লাগিয়ে তৈরি করতে চান ভবিষ্যতের উন্নতি প্রযুক্তির কম্পুউটার। কপার সল্টের সঙ্গেই এক্ষেতে কাজে লাগানো হবে শ্যাম্পুতে ব্যবহৃত অত্যন্ত সাধারণ একটি পদার্থ।

Updated By: Aug 20, 2015, 08:35 PM IST
ভবিষ্যতের সস্তার কম্পিউটারে ব্যবহার হবে ডিনএনএ

ওয়েব ডেস্ক: ভবিষ্যতে সস্তার কম্পিউটার বানাতে সাহায্য করবে ডিনএনএ! বিজ্ঞানীরা কপার সল্ট দিয়ে ডিএনএ-র স্ট্রাকচার পরিবর্তন করে তাকে কাজে লাগিয়ে তৈরি করতে চান ভবিষ্যতের উন্নতি প্রযুক্তির কম্পুউটার। কপার সল্টের সঙ্গেই এক্ষেতে কাজে লাগানো হবে শ্যাম্পুতে ব্যবহৃত অত্যন্ত সাধারণ একটি পদার্থ।

ন্যানোটেকনোলজিতে অ্যাসিড ব্যবহার করে ডিএনএ-র স্ট্রাকচার পরিবর্তন করা যায়। এর ফলে ডিএনএ যে ভাবে ফোল্ড হয় তাকে ''আই-মোটিফ'' বলে।
ইস্ট অ্যানগলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিএনএ-এর এই স্ট্রাকচার পেতে কপার সল্টের সঙ্গেই ব্যবহার করেছেন ইডিটিএ।

''আমাদের গবেষণায় প্রমাণিত ডিএনএ-কে এমন ভাবে ব্যবহার করা যায়, যেটা আমরা আগে কখনও বুঝতেই পারিনি।'' মন্তব্য এই গবেষনার মূল গবেষক গো ওয়াল্লের।

পজিটিভলি চার্জ কপার দিয়ে (কপার ক্যাটায়ন) এই স্ট্রাকচারকে ফের আর একবার হেয়ার-পিন স্ট্রাকচারে পরিবর্তিত করা হয়।

এই প্রথমবার দু'বার ডিএনএ স্ট্রাকচারকে 'সুইচ' করা সম্ভব হল।

এই টেকনোলজি ব্যবহার করে সিলিকনের পরিবর্তে ডিএনএ ব্যবহার করে তৈরি করা যাবে কম্পিম্পুউটার।

এই স্ট্রাকচার দিয়ে সহজেই কপার ক্যাটায়নের উপস্থিতি টের পাওয়া সম্ভব। এই কপার ক্যাটায়ন মাছেদের পক্ষে অত্যন্ত বিষাক্তকর হয়।

.