ATM জালিয়াতির হাত থেকে বাঁচাতে কাস্টোমারদের সচেতন করছে ব্যাঙ্কগুলি
ATM জালিয়াতের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই ATM জালিয়াতদের হাত থেকে আপনাকে রক্ষা করতে ব্যাঙ্কগুলি সচেতনতা বাড়াতে কিছু পদক্ষেপ নিচ্ছে। HDFC ব্যাঙ্ক, DBS, ফেডারাল ব্যাঙ্ক তাদের কাস্টোমারদের কাছে এসএমএসের মারফত্ আবেদন জানাচ্ছে যে, যেন কাস্টোমারেরা তাঁদের ATM পিন বদলে নেন।
ওয়েব ডেস্ক: ATM জালিয়াতের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই ATM জালিয়াতদের হাত থেকে আপনাকে রক্ষা করতে ব্যাঙ্কগুলি সচেতনতা বাড়াতে কিছু পদক্ষেপ নিচ্ছে। HDFC ব্যাঙ্ক, DBS, ফেডারাল ব্যাঙ্ক তাদের কাস্টোমারদের কাছে এসএমএসের মারফত্ আবেদন জানাচ্ছে যে, যেন কাস্টোমারেরা তাঁদের ATM পিন বদলে নেন।
আরও পড়ুন গব্বর শুধু গোঁফে তা দিয়ে কাটিয়ে দিলেন আর গম্ভীর ভালো খেলেও বাইরে থেকে গেলেন
কেরল, দিল্লি, চন্ডীগড়ে লক্ষাধিক টাকার ATM জালিয়াতির ঘটনার পরই বিশেষ তত্পর হয়েছে ব্যাঙ্কগুলি। কাস্টোমমারদের সচেতন করতে আরও জানানো হচ্ছে যে, যেন তাঁরা ফাঁকা জায়গা থেকে ATM ব্যবহার না করেন। কিংবা যে ATM-এ কোনও নিরাপত্তারক্ষী নেই, সেই ATM যেন ব্যবহার না করেন।