হ্যাকারদের খপ্পরে তিন কোটি ক্রেডিট ও ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য

এমনকি এই সমস্ত চোরা তথ্য জোকারস স্ত্যাশ নামে একটি সংস্থার কাছে জমা করেছে হ্যাকার রা।

Updated By: Jan 31, 2020, 03:06 PM IST
হ্যাকারদের খপ্পরে তিন কোটি  ক্রেডিট ও ডেবিট কার্ড সংক্রান্ত তথ্য

নিজস্ব প্রতিবেদন: ডিজিটাল দুনিয়ার সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে নিজের অগোচরেই ডেকে আনছেন মারাত্মক বিপদ। দিনের পর দিন চুরি যাচ্ছে সাধারণ মানুষের  গুরুত্বপূর্ণ  সব তথ্য। বাদ যাচ্ছেনা ব্যাঙ্ক অ্যাকাউন্টও। এতদিন হ্যাকিংয়ের গন্ডি সীমাবদ্ধ ছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এর মধ্যেই। এবার বড়সড় হ্যাকিং করল হ্যাকাররা।

শপিংমল হোক কিংবা রেস্তোরাঁর টাকা লেনদেন করার জন্য ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডই ব্যবহার করেন বেশিরভাগ মানুষ। সেই সুযোগকে কাজে লাগিয়ে,  প্রায় তিন কোটি মানুষের ক্রেডিট ও ডেবিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাক করে নিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এই সমস্ত হ্যাকিং হয়েছে দোকানে শপিং বা অন্যান্য যাবতীয় প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করতে গিয়ে।

বিখ্যাত মার্কিন সংস্থা WaWa- এর যাবতীয় গ্রাহকদের সমস্ত ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এমনকি এই সমস্ত চোরা তথ্য জোকারস স্ত্যাশ নামে একটি সংস্থার কাছে জমা করেছে হ্যাকার রা। অতএব, তিন কোটিরও বেশী মানুষের সঞ্চিত অর্থ এখন খোয়া যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। কারা এই কাজটি করেছে সে বিষয়ে ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন - Redmi Note 8 Pro স্মার্টফোনের ক্যামেরায় কেমন ছবি ওঠে; জেনে নিন পরীক্ষার ফল

.