শৌচাগারে প্রসব, আধঘণ্টা ধরে পড়ে রইল সদ্যোজাত ও মা, উদাসীন হাসপাতাল
চন্দননগর মহাকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন সাত মাসের গর্ভবতী অঞ্জলি রবিদাস । ডাক্তার দেখাতে এসে হাসপাতালের সুলভ শৌচালয়ে যান অঞ্জলী। সেখানেই দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদন: হাসপাতালের শৌচাগারে প্রসব। আধঘন্টার বেশি সময় শৌচাগারে পড়ে রইল সদ্যোজাত ও মা। বারংবার চিকিত্সক,নার্সকে বলা সত্তেও এলোনা কেউ। শৌচাগারে আসা অন্যান্য রোগীরা বাধ্য হয়ে নিজেরাই মা ও সন্তানকে তুলে নিয়ে গেলেন লেবার রুমে। এমন অমানবিক ঘটনার সাক্ষী হল চন্দননগর হাসপাতাল।
চন্দননগর মহাকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন সাত মাসের গর্ভবতী অঞ্জলি রবিদাস । ডাক্তার দেখাতে এসে হাসপাতালের সুলভ শৌচালয়ে যান অঞ্জলী। সেখানেই দুর্ঘটনা। পা পিছলে পড়ে যান তিনি। শৌচাগারেই সন্তান প্রসব।
আরও পড়ুন- নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ-ভাঙচুর মালদা-ফরাক্কায়, বাতিল গৌড়-সরাইঘাট-উত্তরবঙ্গ এক্সপ্রেস
প্রায় আধঘন্টা পর মা ও সন্তানকে কোনক্রমে তুলে নিয়ে যাওয়া হয়। বাচ্চা ও মা দুজনেই ভর্তি রয়েছেন স্পেশাল কেয়ার ইউনিটে।