রাজ্যে লকডাউনে কোথায় ছাড়! বিজ্ঞপ্তি জারি করল নবান্ন
আজ কেন্দ্রের গাইডলাইনের পর ফের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। একনজরে দেখে নিন
নিজস্ব প্রতিবেদন: আজ লকডাউনের ৬৭তম দিন। কেন্দ্রের পাশাপাশি লকডাউন নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যে আরও দু সপ্তাহ বাড়ল লকডাউনের মেয়াদ। বাংলায় বেশ কিছু ক্ষেত্রে অতিরিক্ত ছাড় দেওয়ার কথা গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ কেন্দ্রের গাইডলাইনের পর ফের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রবিবার শেষ হচ্ছে লকডাউন ফোর। এরই মধ্যে বাসে যাত্রী সংখ্যা নিয়ে নিয়ম শিথিল করল রাজ্য। শুক্রবার সাংবাদিক বৈঠকে এবিষয়ে একাধিক পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আরও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে রাজ্য সরকার।
একনজরে দেখে নিন
*৮ জুন থেকে ৭০ % কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস।
*১ জুন থেকে রাজ্যে আন্তঃরাজ্য, আন্তঃজেলা বাস চলাচল করবে।
*কত কর্মী নিয়ে বেসরকারি অফিস চালু হবে সে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।
*রাজ্যে ১ জুন থেকে শর্তসাপেক্ষে ধর্মীয় স্থান খুলতে পারে। তবে ধর্মীয় স্তানে একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ নয়।
*সিনেমা, সিরিয়াল ও ওয়েবলিরিজের শুটিং শুরু হবে রাজ্যে।
তবে ইউনিটে ৩৫জনের বেশি লোক থাকবে পারবে না।
*এখনই রিয়েলিটি শো-এর শুটিং নয়।
*কনটেনমেন্ট জোনে আগের মতোই কড়াকড়ি থাকছে।
*৮ জুন থেকে শর্তসাপেক্ষে খুলছে হোটেল-রেস্তোরাঁ-শপিং মল।
অন্যদিকে ৩০ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াল কেন্দ্র। কনটেনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন থাকছে। কনটেনমেন্ট জোন ছাড়া বাকি অংশে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে অবাধ যাতায়াত করা যাবে, এর জন্য কোনও অনুমতি লাগবে না। তিন দফায় লকডাউন তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। ৮ জুন শর্তসাপেক্ষে খুলছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, ধর্মীয় স্থান। জুলাইয়ের আগে খুলছে না স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-কোচিং সেন্টার। এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন, মেট্রো রেল। ১০ বছরে কম ও ৬৫ বছরের বেশি বয়সীদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে দিল্লি।