Bengal Weather: জাঁকিয়ে শীত নভেম্বরে! বাংলায় শুরু হওয়া বদল...

Weather Update: পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে চলে যাবে। উইকেন্ডে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। 

Updated By: Nov 15, 2024, 08:56 AM IST
Bengal Weather: জাঁকিয়ে শীত নভেম্বরে! বাংলায় শুরু হওয়া বদল...
প্রতীকী ছবি

অয়ন ঘোষাল: হওয়া বদল শুরু হল রাজ্যে। কলকাতায় পারদ নামল ২০ এর ঘরে। পশ্চিমের পুরুলিয়ায় পারদ নামল ১৬ এর ঘরে। শ্রীনিকেতনে পারদ নামল ১৭ এর ঘরে। শীতের আমেজ স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার অবাধ প্যাসেজ পাওয়ায় উত্তুরে হাওয়া রাজ্যে বইবার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোন সিস্টেম না থাকায় আপাতত কিছুদিন হাওয়া বদলের সম্ভাবনা কম। আগামী এক সপ্তাহ ধীরে ধীরে কমবে তাপমাত্রা।

আরও পড়ুন, Paschim Medinipur: তৃণমূলের নেতা ফিরিয়ে দিলেন আবাস যোজনার টাকা! লুকিয়ে রাজনৈতিক জল্পনা?

শীতের আমেজ আসলেও জাঁকিয়ে শীত নয় নভেম্বরে। জাঁকিয়ে শীতের জন্য অপেক্ষা ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। ধীরে ধীরে নামবে পারদ। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে চলে যাবে। উইকেন্ডে হাওয়া বদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। 

সকালের দিকে সামান্য কুয়াশা ঝাড়খণ্ড এবং বিহার লাগোয়া উত্তর এবং দক্ষিণবঙ্গে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটার ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা। দিনভর পরিস্কার আকাশ। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পরশু রবিবার দার্জিলিং-এর পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে। ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম, শ্রীনিকেতন, পানাগড়। কলকাতা রাতের তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে এল। সোমবার ১৯ এর ঘরে নামতে পারে কলকাতার রাতের পারদ। মেঘমুক্ত ঝলমলে পরিস্কার আকাশ। দিনের তাপমাত্রা ৩০ এর নিচে নেমে এসেছে। শীতের আমেজে অনুকূল পরিবেশ। রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি। স্বাভাবিকের থেকে সামান্য কম। দিনের তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় দেড় ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ৪০ থেকে ৯৩ শতাংশ।

আরও পড়ুন, Children’s Day 2024: শিক্ষকের ভূমিকায় বিডিও! খুদে পড়ুয়াদের দিলেন, মানুষ হওয়ার পাঠ...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.