WB assembly election 2021 : 'ভয়ে বসতে পারছেন না পোলিং এজেন্ট', বাড়ি থেকে বেরিয়ে বুথে রওনা মমতার

 সকাল থেকে রেয়াপাড়ায় বাড়িতেই ছিলেন তিনি। বাড়িতে বসেই ভোট পরিচালনা করছিলেন। বেলা ১টার পর অবশেষে বাড়ি থেকে বের হন তিনি।

Updated By: Apr 1, 2021, 02:01 PM IST
WB assembly election 2021 : 'ভয়ে বসতে পারছেন না পোলিং এজেন্ট', বাড়ি থেকে বেরিয়ে বুথে রওনা মমতার

নিজস্ব প্রতিবেদন : বুথে ভয়ে বসতে পারছেন না তৃণমূলের পোলিং এজেন্ট। খবর পেয়েই অবশেষে বাড়ি থেকে বেরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা দিলেন সংশ্লিষ্ট বুথের উদ্দেশে।

জানা যাচ্ছে, তিনি গোকুলনগর, বলরামপুর, বয়াল যাবেন। বিভিন্ন বুথে বুথে ঘুরবেন। প্রসঙ্গত, নন্দীগ্রামের বয়ালে মোকতাব প্রাথমিক বিদ্যালয়ে ৭ নম্বর বুথে তৃণমূলের পোলিং এজেন্ট মৃণাল কান্তি জানা ভয়ে বসতে পারছেন না বলে অভিযোগ। একইধরনের অভিযোগ সামনে এসেছে নন্দীগ্রামের অন্যান্য জায়গা থেকেও। বয়ালের ৬ নম্বর বুথ (বয়াল শম্ভুনাথ প্রাথমিক বিদ্যালয়) ও ৭ নম্বর বুথ (মোকতাব প্রাথমিক বিদ্যালয়)-এ পোলিং এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আধাসেনার বিরুদ্ধে বুথে ঢুকতে বাধাদানের অভিযোগ। তৃণমূলের তরফে আধাসেনার বিরুদ্ধে বিজেপিকে ছাপ্পা ভোটে সাহ্যায্যের অভিযোগ। এরপরই বাড়ি থেকে বের হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সকাল থেকে রেয়াপাড়ায় বাড়িতেই ছিলেন তিনি। বাড়িতে বসেই ভোট পরিচালনা করছিলেন। বেলা ১টার পর অবশেষে বাড়ি থেকে বের হন তিনি।

অন্যদিকে, সকাল-সকাল ভোট দিয়েই শুভেন্দু অধিকারী বেরিয়ে পড়েছেন ভোট পরিদর্শনে। ভোটদান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, "বেলা ১২টার মধ্যে ৩০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। এটা একটা রিভলিউশন। এটা হল চেঞ্জের পক্ষে ভোট।" পাশাপাশি তিনি আরও বলেন, "কেন্দ্রীয় বাহিনী না এলে ভোটই হত না। সিআরপিএফ (crpf) ভাল কাজ করছে। দেখছেন না রাস্তায় কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না! সুফিয়ান, আব্দুল সামাদরা ট্যাঁফু করতে পারছে না। ঝগড়া করছে সিআরপিএফ-এর সঙ্গে। বাইক নিয়ে ঘুরে টেরর করে এরা।" 

আরও পড়ুন, WB assembly election 2021: নন্দীগ্রামে শুভেন্দুকে ঘিরে 'গদ্দার', 'জয় বাংলা' স্লোগান

WB Assembly Eelction 2021: আপনি কোন দলের প্রার্থী, ডেবরার TMC প্রার্থীকে বুথ ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

.