WB Assembly Election 2021: নন্দীগ্রাম কাণ্ডে কড়া পদক্ষেপ কমিশনের, অপসারিত পূর্ব মেদিনীপুরের DM ও SP

সরিয়ে দেওয়া হল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তাকেও।

Updated By: Mar 14, 2021, 07:08 PM IST
WB Assembly Election 2021: নন্দীগ্রাম কাণ্ডে কড়া পদক্ষেপ কমিশনের, অপসারিত পূর্ব মেদিনীপুরের DM ও SP

নিজস্ব প্রতিবেদন:  নন্দীগ্রাম কাণ্ডে এবার কড়া পদক্ষেপ করল কমিশন। সরিয়ে দেওয়া হল পূর্ব মেদিনীপুরের জেলাশাসক (DM) ও পুলিস সুপারকে (SP)। রেহাই পেলেন না মুখ্যমন্ত্রীর (CM Mamata) নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়ও। বিভু গোয়েলের বদলে নয়া জেলাশাসক হলেন স্মিতা পাণ্ডে। স্রেফ সরিয়ে দেওয়াই নয়, পুলিস সুপার ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে কমিশন কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে সূত্রের খবর।

নন্দীগ্রাম কাণ্ডে শনিবার ভিডিও ফুটেজ-সহ কমিশনকে দ্বিতীয় রিপোর্ট পাঠান মুখ্যসচিব। তবে এটা দুর্ঘটনা নাকি হামলা? তা স্পষ্ট করেননি তিনি। বরং উপচে পড়া ভিড় ও প্রবল ধাক্কাধাক্কির প্রমাণস্বরূপ রিপোর্টের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন ঘটনার ভিডিও ফুটেজ। তবে তদন্তের পর দুর্ঘটনার তত্ত্বেই শিলমোহর দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। সূত্রের খবর, কমিশনে তিনি যে রিপোর্ট জমা দিয়েছে, তাতে স্পষ্ট জানিয়েছেন মমতার চোট নেহাতই দুর্ঘটনা। হামলার কোনও প্রমাণ মেলেনি। যদিও রিপোর্টে কোথায় 'হামলা' শব্দটি উল্লেখ করা হয়নি। বস্তুত, সেদিক থেকে দেখলে গেলে মুখ্যসচিবের রিপোর্টের সঙ্গে বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টের পার্থক্য নেই।

আরও পড়ুন: WB Assembly Election 2021: 'নন্দীগ্রামবাসীকে অপমান করেছেন, ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর': Locket

এই দুটি রিপোর্ট খতিয়ে দেখার পর আগেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির দিকেই আঙুল তুলেছে কমিশন। সূত্রের খবর, সেদিন তাঁর নিরাপত্তার দায়িত্বে যাঁরা ছিলেন, তাদের ভুলেই আঘাত পেয়েছিলেন মমতা। মুখ্যসচিবের রিপোর্ট নিয়ে পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকের পর তেমনটাই মনে করছেন কমিশন। তার জেরেই এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়, পূর্ব মেদিনীপুরের পুলিস সুপার (SP), এমনকী জেলাশাসককেও (DM) সরিয়ে দেওয়া হল। যা নজিরবিহীন।

.