West Medinipur: নিম্নমানের সরঞ্জাম দিয়ে মেরামত হচ্ছে রাস্তা, কাজ বন্ধ করল এলাকাবাসী
গ্রামবাসীদের অভিযোগ পাঁচ বছর আগে পিচ হয়েছিল রাস্তাটি। পিচ করার কয়েক মাসের মধ্যেই সমস্ত পিচ উঠে বেহাল অবস্থা হয়ে যায় রাস্তাটির। তারপর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। মানুষজন থেকে শুরু করে যানবাহন, সবকিছুর যাতায়াতের অনুপযোগী এই রাস্তা।
চম্পক দত্ত: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা মেরামতিতে চরম গাফিলতি, নিম্নমানের সরঞ্জাম দিয়ে রাস্তা মেরামত হওয়ায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা বন্ধ করল রাস্তা মেরামতের কাজ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। কাজ বন্ধ করায় তৃণমূলের বুথ সভাপতির হুমকির মুখে গ্রামবাসীরা এমনই অভিযোগ তুলছে গ্রামের মানুষজন।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি এলাকায়। জানা যায় কপাটিয়ার পুল থেকে রত্নেশ্বরবাটি হাইস্কুল পর্যন্ত ৩.৫০০ কিমি রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থা। এই বেহাল রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছিল নিম্নমানের সরঞ্জাম দিয়ে এই অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা এবং বিজেপির স্থানীয় নেতা মিলে বন্ধ করে রাস্তা মেরামতের কাজ। রাস্তা মেরামতের কাজ বন্ধ করায় তৃণমূলের বুথ সভাপতির হুমকির মুখে পড়েন গ্রামবাসীরা ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।
গ্রামবাসীদের অভিযোগ পাঁচ বছর আগে পিচ হয়েছিল রাস্তাটি। পিচ করার কয়েক মাসের মধ্যেই সমস্ত পিচ উঠে বেহাল অবস্থা হয়ে যায় রাস্তাটির। তারপর থেকে দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা। মানুষজন থেকে শুরু করে যানবাহন, সবকিছুর যাতায়াতের অনুপযোগী এই রাস্তা।
আরও পড়ুন: SSC Group C: ধুমধাম করে বিয়ে, বৌভাতের আগেই চাকরি গেল 'সরকারি চাকুরে' পাত্রের
নিত্যদিন স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে হাজার হাজার মানুষজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। ঘাটাল ছাড়াও হুগলি জেলার মানুষজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে। দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তাটি। অবশেষে রাস্তাটি মেরামতের কাজ শুরু হয়েছে কিন্তু নিম্নমানের সরঞ্জাম দিয়ে মেরামত হচ্ছে। ধুলোর উপরে পিচ দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা ও স্থানীয় বিজেপি নেতা মিলে বন্ধ করল রাস্তা মেরামতের কাজ।
আরও পড়ুন: Bengal Weather Today: বুধবারে হাওয়া বদল রাজ্যে, হতে পারে বৃষ্টি
আর রাস্তা মেরামতের কাজ বন্ধ করায় এলাকার তৃণমূলের বুথ সভাপতি অশ্বিনী বাঙালের হুমকির মুখে গ্রামবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব। রাস্তার মেরামতের কাজ বন্ধ করার বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুরজিৎ অধিকারী বলেন, ‘এই রাস্তাটি মানুষ যাতায়াতের অযোগ্য। ঘাটাল হাসপাতাল ও সরকারি কোনও অফিসে যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করেই আমাদের যেতে হয় এমনকি হুগলি জেলার মানুষও যাতায়াত করেন এই রাস্তার উপর দিয়ে। সামনে পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের আগে কাজ দেখাতে একদম নিম্নমানের সামগ্রি দিয়ে ধুলোর উপরে পিচ দিয়ে তৈরি হচ্ছিল রাস্তা মেরামত। হাত দিয়ে টানতে উঠে যাচ্ছে পিচ। তাই গ্রামবাসীরা ও আমরা মিলে বন্ধ করেছি রাস্তার মেরামতের কাজ। আমরা চাই ভালোভাবে মেরামত হোক রাস্তা’।
তৃণমূলের বুথ সভাপতি অশ্বিনী বাঙাল এক কথায় স্বীকার করে নিয়েছেন নিম্নমানের সরঞ্জাম দিয়ে তৈরি হচ্ছে রাস্তা মেরামত, সেই জন্য গ্রামবাসীরা একত্রিত হয়ে বন্ধ করে দিয়েছে রাস্তা মেরামতের কাজ। যদিও এলাকার মানুষের বাধার মুখে পড়ে পালিয়েছে রাস্তা মেরামতের ঠিকা কর্মীরা।