শালবন থেকে মহিলার বিবস্ত্র সংজ্ঞাহীন দেহ উদ্ধার
এলাকার একটি শালবনে মহিলার সংজ্ঞাহীন দেহটি দেখতে পান এলাকার কয়েকজন কৃষক। দেহটি উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিসকে। তারা এসে মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান।
Updated By: Dec 31, 2017, 02:13 PM IST
নিজস্ব প্রতিবেদন : শালবন মহিলার বিবস্ত্র সংজ্ঞাহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছ়ডাল। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের কুপার্স এলাকায়। পুলিস গোটা ঘটনার তদন্তে নেমেছে। তাঁকে ধর্ষণ করে সেখানে ফেলে রাখা হয়েছে বলেই প্রাথমিক ধারণা পুলিসের।
আরও পড়ুন- বিয়ে করলেই বন্ধুত্বে ভাটা, আশঙ্কাতেই বন্ধুকে খুন?
জানা গেছে, এলাকার একটি শালবনে মহিলার সংজ্ঞাহীন দেহটি দেখতে পান এলাকার কয়েকজন কৃষক। দেহটি উদ্ধার করে খবর দেওয়া হয় পুলিসকে। তারা এসে মহিলাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি তিনি। তাঁর এখনও কোনও পরিচয় জানা যায়নি। পুলিস তদন্ত শুরু করেছে।