লাঠি হাতে বাঘের সঙ্গে লড়াই, বেঁচে ফিরলেন দুই ভাই
কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের খপ্পরে। তবে এবার বীর-বিক্রমে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন দুই ভাই।
নিজস্ব প্রতিবেদন : কাঁকড়া ধরতে গিয়ে ফের বাঘের খপ্পরে। তবে এবার বীর-বিক্রমে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন দুই ভাই।
সুন্দরবনের বড়গাজিখালি জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দেব্রবত সরকার ও তাঁর ভাই। তাঁর জানিয়েছেন, কাঁকড়া ধরার জন্য জাল ফেলতেই পিছন থেকে ঝাঁপিয় পড়ে বাঘ। হাত কামড়ে ধরে জলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। শুরু হয় লড়াই।
হাতের লাঠি দিয়েই বাঘকে কয়েক ঘা মারেন দেবব্রত সরকার ও তাঁর ভাই। তাঁদের চিত্কারে পার্শ্ববর্তী নৌকা থেকে ছুটে আসেন বাকি মত্স্যজীবীরা। বেশ খানিকক্ষণ ধরে লড়াই চলে বাঘের সঙ্গে। শেষমেশ 'শিকার' ছেড়ে জঙ্গলে চম্পট দেয় বাঘ।
আরও পড়ুন, বোতলবন্দি জ্যান্ত ভূতের দাম ৫ লাখ!
বাঘের কামড়ে গুরুতর জখম হয়েছে হাত। বর্তমানে দুই ভাই গোসাবা হাসপাতালে চিকিত্সাধীন।
আরও পড়ুন, বিজেপির সভা ভন্ডুল করতে মাঠে চাষ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে