Rachana Banerjee: 'খুব ভালো কেক বানাই', বড়দিনের আগে ব্যান্ডেল চার্চে রচনা..
Rachana Banerjee: বছর শেষে উত্সবের আমেজ। বড়দিনের আগে সেজে ব্যান্ডেল চার্চ। সকাল থেকে পর্যটকদের ভিড়। রীতিমতো মেলা বসে গিয়েছে। হুগলি সাংসদ হওয়ার এই প্রথম। আজ, মঙ্গলবার ব্যান্ডেল চার্চে যান রচনা।
বিধান সরকার: রাত পোহালেই বড়দিন। ব্যান্ডেল চার্চে গিয়ে ছোটদের কেক খাওয়ালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমি কেকে খুব পারদর্শী। আমি কেক খুব ভালো বানাই। আমি কেক বানাই, কুকিজ বানাই, চকোলেট বানাই। সব বানাই বাড়িতে'।
আরও পড়ুন: Tiger in Purulia: উলটপুরাণ! বাঘের আতঙ্কে সবাই যখন ঘরে, তখন খোলা আকাশের নীচে স্কুল করছে কচিকাঁচারা...
বছর শেষে উত্সবের আমেজ। বড়দিনের আগে সেজে ব্যান্ডেল চার্চ। সকাল থেকে পর্যটকদের ভিড়। রীতিমতো মেলা বসে গিয়েছে। হুগলি সাংসদ হওয়ার এই প্রথম। আজ, মঙ্গলবার ব্যান্ডেল চার্চে যান রচনা। সাংসদ বলেন, 'ক্রিসমাস অসম্পূর্ণ যদি ব্যান্ডেল চার্চে না আসা হয়। সেজন্যই আসা। সুন্দর ব্যবস্থা করা হয়েছিল। ফাদারের সঙ্গে দেখা হল, ফাদারকে শুভেচ্ছা জানালাম। বাচ্চাদের কেক দেওয়া হল, আমরা সামনে সবাই মিলে ক্রিসমাস ক্যারল গাইল তারা'।
রচনা নিজেই জানালেন, 'সাংসদ হওয়ার পর ব্য়ান্ডেল চার্চে এই প্রথম। খুবই ভালো লাগল। আমার পরিকল্পনা ছিল যে, ক্রিসমাসের আগে ব্যান্ডেল চার্চে আসব। আমরা সবাই যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনাই করলাম'। কেন বানান? তিনি বলেন, 'প্রচুর বানাই, এখনও বানাই। এবার হল না, কারণ আমি দু'দিন ধরে হুগলিতে রয়েছি। কালকে গিয়ে হয়তো বানাব। আমি কেকে খুব পারদর্শী। আমি কেক খুব ভালো বানাই। পরের বার কেক বানিয়ে তোমাদের খাওয়াব। আমি কেক বানাই, কুকিজ বানাই, চকোলেট বানাই। সব বানাই বাড়িতে'।
আরও পড়ুন: Tiger in Purulia: পুরুলিয়ার জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে যমুনা! বাঘিনীকে ধরতে কালঘাম ছুটছে বন দফতরের...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)