Cooch Behar: মহালয়ার দিন বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, শাসকদলে ফিরছেন আরও এক BJP বিধায়ক?

বেশ কিছুক্ষণ কথা হল দু'জনের। 

Updated By: Oct 6, 2021, 08:51 PM IST
Cooch Behar: মহালয়ার দিন বাড়িতে তৃণমূলের জেলা সভাপতি, শাসকদলে ফিরছেন আরও এক BJP বিধায়ক?

নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আগে ঘাসফুল শিবির ছেড়ে নাম লিখিয়েছেন গেরুয়াশিবিরে। বিজেপির টিকিটে ফের বিধায়ক নির্বাচিত হয়েছেন। একসময়ে বিধানসভায় শুভেন্দু অধিকারীর ডেপুটি হিসেবে যাঁর নাম উঠে এসেছিল, সেই মিহির গোস্বামীর (Mihir Goswami) বাড়়িতে তৃণমূলের জেলা সভাপতি  গিরীন্দ্রনাথ বর্মন (Girindra Nath Barman)। বেশ কিছুক্ষণ কথা হল দু'জনের। বিজেপির আরও বিধায়কের 'ঘর ওয়াপসি' ঘিরে জল্পনা তুঙ্গে।

বিধানসভা ভোট মিটতেই গেরুয়াশিবির ভাঙন। মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, সৌমেন রায়-সহ বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই যোগ দিয়েছেন তৃণমূলে। আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় আবার রাজনীতি থেকে 'সন্ন্যাস' নিয়েছিলেন। শেষপর্যন্ত বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন তিনি। ক'দিন আগে দল ছেড়েছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্য়াণীও। এবার কি কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামীর পালা? মহালয়া দিন সকালে বাড়িতে গিয়ে তাঁর দেখা করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন (Girindra Nath Barman)।

আরও পড়ুন: Andal: দুয়ারে সরকার ক্যাম্পে আসতেই পর্দাফাঁস; ২৬০০ টাকায় ভুয়ো স্বাস্থ্যসাথী, পাকড়াও জালিয়াত

কেন? গিরীন্দ্রনাথ বর্মনের দাবি, 'মিহিরদা আমার অভিভাবক। জেলা সভাপতির পদ পাওয়ার পর ব্য়স্ততার কারণে দেখা করতে পারিনি। পরামর্শ ও আর্শীবাদ নিতে এসেছি। আমাকে অনেক পরামর্শ দিলেন, যাতে আরও এগিয়ে যেতে পারি। তিনি অনেক বড়মাপের নেতা'। তৃণমূলের জেলা সভাপতির আরও বক্তব্য়, 'আমাদের দলে অনেক বড়মাপের নেতা রয়েছেন। তাঁরা যদি মনে করেন, মিহিরদাকে দলে ফিরিয়ে আনবেন, তাহলে সেটা তাঁদের ব্যাপার'। আর বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর কথায়, 'গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক। সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি'।

আরও পড়ুন: Bankura: ডোরায় হানা দিতেই উদ্ধার ২০ বাইক ১৩ টোটো, বাঁকুড়ায় পর্দাফাঁস অন্তঃরাজ্য গাড়ি পাচারচক্রের

এদিকে পুজোর পরেই কোচবিহারের দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন। এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন কোচবিহারের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। কিন্তু ভোটে জেতার পর বিধায়ক পদ গ্রহণ করেননি তিনি। সেকারণেই ফের ভোট হচ্ছে দিনহাটায়। উপনির্বাচনের আগে বিজেপি বিধায়কের সঙ্গে তৃণমূলের জেলা সভাপতির এই সাক্ষাৎ নয়া সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.