Asansol News: চুরি করে পাচার? গোরুবোঝাই লরি ঘিরে ব্যাপক উত্তেজনা আসানসোলে
Asansol: গোরুবোঝাই লরিকে কেন্দ্র করে উত্তেজনা। একটি গাড়িতে আগুন। এই ঘটনায় আহত একজন। এই ঘটনায় আহত একজন। এই উত্তেজনা ছড়ায় আসানসোলের ডাঙ্গ মহিশীলায়।
বাসুদেব চট্টোপাধ্যায়: গোরুবোঝাই লরিকে কেন্দ্র করে উত্তেজনা। একটি গাড়িতে আগুন। এই ঘটনায় আহত একজন। এই ঘটনায় আহত একজন। এই উত্তেজনা ছড়ায় আসানসোলের ডাঙ্গ মহিশীলায়।
গ্রাম থেকে চুরি করে গোরু নিয়ে যায় এই গাড়ি গুলি বলে সন্দেহ গ্রামবাসীদের। লরি থেকে গরু নামিয়ে একটিতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উত্তেজিত জনতার। অন্যটিতে ভাঙ্গচুর করা হয়। লড়ি চালকদের উদ্ধার করে নিয়ে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিস সোমবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা।
আরও পড়ুন:Locket Chatterjee: '৫০০ টাকায় মহিলাদের সম্মান কিনছে তৃণমূল', বিস্ফোরক লকেট!
এলাকায় পৌঁছায় আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাস। মানস দাস বলেন, 'দুটি পিকআপ ভ্যান নিয়ে গরু নিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা সেই গাড়িগুলি আটকায় ও ভাঙচুর চালায় ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।'
তিনি আরও বলেন, 'গ্রামবাসীদের অভিযোগ বেশ কয়েক মাস যাবত এই এলাকা থেকে গরু চুরি হচ্ছে। এইভাবে গাড়ি ভর্তি করে গরু নিয়ে যাওয়াই তারা মনে করে এরাই হয়তো গোরু চোর, সেই ভেবে রাগের মাথায় এই ঘটনা ঘটিয়েছে। আমি এসে এলাকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি। পুলিস রয়েছে, পুলিসকে বলবো এইভাবে গরু পাচারের বিষয়টা ভালোভাবে তদন্ত করে দেখুক।'
আরও পড়ুন:Hooghly: মেয়ের বিয়ের নিমন্ত্রণে বেরিয়ে আক্রান্ত তৃণমূল নেতা, বিজেপির দাবি 'জনরোষ'!
এই ঘটনায় আহত শান্তনু চন্দ্র বলেন, 'গরু নিয়ে যাওয়া পিক আপ ভ্যানের চালক ও খালাসিকে বেধড়ক মারধর করছিল গ্রামবাসীরা। তাদের বাঁচাতে গিয়ে আমার মাথায় এক লাঠির বাড়ি পরে। পুলিস কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে ও এই গরু ভর্তি পিক আপ ভ্যানের চালক ও খালাসীদেরও উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)