Baharampore: পদ্মপাড়ে নৈরাজ্য! বাংলাদেশের দলকে বাদ দিয়ে শুরু 'দেশবিদেশের নাট্যমেলা'...

Baharampore:  ১৩ বছর পার। সেই ২০০১ সালে বহরপুরে 'দেশ বিদেশের নাট্যমেলা' আয়োজন করছে ঋত্বিক নামে একটা সংস্থা। এবছর ৮ ডিসেম্বর থেরে শুরু হয়ে গিয়েছে এই নাট্যমেলা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।  

Updated By: Dec 15, 2024, 06:53 PM IST
Baharampore: পদ্মপাড়ে নৈরাজ্য! বাংলাদেশের দলকে বাদ দিয়ে শুরু 'দেশবিদেশের নাট্যমেলা'...

সোমা মাইতি: অশান্ত বাংলাদেশ। এপার বাংলার নাট্যমেলায় এবার আসতে পারল না ওপার বাংলার কোনও নাট্যদল। উদ্যোক্তারা তো বটেই, হতাশ সাধারণ নাটকপ্রেমীরাও। আয়োজকদের অবশ্য দাবি, বাংলাদেশের কোনও নাট্যদল না থাকলেও নেপালস, অসম ও হায়দরবাদের নাটকের দল আসছে।

আরও পড়ুন:  Sarada Mela: মা সারদার জন্মতিথি! কামারপুকুরের আদলে এবার জয়রামবাটীতে বিশেষ মেলা, দর্শনার্থীর ঢল...

ঘটনাটি ঠিক কী? ১৩ বছর পার। সেই ২০০১ সালে বহরপুরে 'দেশ বিদেশের নাট্যমেলা' আয়োজন করছে ঋত্বিক নামে একটা সংস্থা। এবছর ৮ ডিসেম্বর থেরে শুরু হয়ে গিয়েছে এই নাট্যমেলা। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিবছরই  'দেশ বিদেশের নাট্যমেলা'য় অংশ নেয় বাংলাদেশে একাধিক দল। এবছরও আসার কথা বাংলাদেশের নাট্যদলের। ১৪ই ডিসেম্বর ও নাট্যমেলার শেষ দিন ১৮ই ডিসেম্বর নাটক মঞ্চস্থ করার ছিল তাঁদের। কিন্তু বর্তমানস পরিস্থিতে শেষপর্যন্ত আর আসতে পারল না বাংলাদেশের ওই দুটি নাট্যদল। 

আরও পড়ুন: Hetal Parekh Death: ধনঞ্জয়ের ফাঁসি ভুল ছিল, ন্যায়ের দাবিতে শুরু আন্দোলন

এদিকে প্রতিবছর ফ্রেরুয়ারি মেদিনীপুরে অনুষ্ঠিত হয় উরস উত্‍সব। বাংলাদেশে থেকে বিশেষ ট্রেনে সেই উত্‍সবে যোগ দিতে আসেন পূর্ণ্যার্থীরা। কিন্তু ওপার বাংলার পরিস্থিতি এখন বদলে গিয়েছে। সংখ্য়ালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠেছে।  বাংলাদেশ থেকে পূর্ণ্যার্থীদের নিয়ে ওই ট্রেন যাতে না আসে, তারজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মেদিনীপুরের বিজেপির জেলা সম্পাদক শুভিজিত্ রায়। তাঁর বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে। এর প্রতিবাদেই তাঁর ওই দাবি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.