সুরক্ষার কথা ভাবছে না মালিকপক্ষ, বাস পরিষেবার কাজে যোগ দিতে নারাজ কর্মীরা
অন্যদিকে সমালিকদের দাবি, প্রশাসনের অনুরোধে ক্ষতি করেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মালিক পক্ষ।
Updated By: May 28, 2020, 10:31 PM IST
নিজস্ব প্রতিবেদন: কর্মী ও মালিক বিবাদের জের। বেসরকারি বাস চালু হতে গিতে গিয়েও পরিষেবা থমকে গেল বীরভূমে। প্রশাসনের অনুরোধে আজ থেকেই বেসরকারি বাস পরিষেবা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাসকর্মীদের অভিযোগ, লকডাউনে তাঁদের কোনও সাহায্যই করেনি মালিকপক্ষ। কাজেই জীবনের ঝুঁকি নিয়ে পরিষেবা চালু করতে কার্যত ভয় পাচ্ছেন তাঁরা।
অভিযোগে, এমনকি তাঁদের সুরক্ষার জন্য স্যানিটাইজার, মাস্ক, পিপিই কিট কোনও কিছুরই ব্যবস্থা করা হয়নি। তাই সুরক্ষার কথা মাথায় রেখেই বাসে উঠবেন না তাঁরা। অন্যদিকে সমালিকদের দাবি, প্রশাসনের অনুরোধে ক্ষতি করেই বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মালিক পক্ষ। সেখানে কর্মীরা বাধা হয়ে দাঁড়ালে কিছু করার নেই। যদিও বাস চালানোর বিষয়ে এখনও আশাবাদী তাঁরা।
Tags: