SSC Scam: অভিষেকের নাম করে কোটি কোটি টাকা তুলেছেন জেলা নেত্রী টিনা সাহা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

SSC Scam: আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেউ দুর্নীতিতে জড়িত থাকে তাহলে তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। তৃণমূল তাকে রক্ষা করবে না। বুকে আগলে বাঁচিয়ে রাখবে না। সে যেই হোক। আর যদি কেউ জড়িত না থাকে তাহলে তার ভয়ে কিসের?

Updated By: Apr 20, 2023, 08:42 PM IST
SSC Scam: অভিষেকের নাম করে কোটি কোটি টাকা তুলেছেন জেলা নেত্রী টিনা সাহা, বিস্ফোরক তৃণমূল বিধায়ক

অনুপ দাস: দুর্নীতি করলে কেউ রেহাই পাবেন না। সাংবাদিক সম্মেলন করে আজ তা ফের জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে বেরিয়ে এল আরও এক গুরুতর অভিযোগ। নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা সাহার ভৌমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। অভিযোগ,অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছেন টিনা সাহা ভৌমিক। গোটা বিষয়টি যেদিন জানতে পারা যাবে সেদিন দলের অনেক ক্ষতি হয়ে যাবে।

আরও পড়ুন-হাইকোর্টের নির্দেশে DA আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পথে সরকার 

নিয়োগ দুর্নীতিকে সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন তৃণমূলের তেহট্টের বিধায়ক তাপস সাহা। সংবাদমাধ্যমে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং সুমিত বলে দায়িত্বে রয়েছে আমাদের একটি ছেলে। এদের নাম করে কোটি কোটি টাকা তুলেছেন টিনা সাহা ভৌমিক। যেদিন দল জানতে পারেব এই মেয়েটি এরকম সেদিন দলের অনেক ক্ষতি হয়ে যাবে। ওদের ভাঙিয়ে খাচ্ছে টিনা। গোটা বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পারিনি।

উল্লেখ্য, এর আগেও একাধিক বার টিনা সাহা ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তাপস সাহা। তাঁর দাবি তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। টিনা জন্ম সার্টিফিকেট নিয়েও প্রশ্ন তুলেছেন তাপসবাবু। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই তাপস সাহা ও টিনা সাহা ভৌমিকের মধ্যে রাজনৈতিক মতবিরোধ সামনে চলে আসে। এতদিন তার কাদা ছোড়াছুঁড়ির পর্যায়ে চলে গিয়েছে। 

মারাত্মক ওই অভিযোগ নিয়ে নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা সাহা ভৌমিক বলেন, এতো উল্টা চোর কোতওয়ালকে ডাঁটে। যার নামে সিবিআই হল, যাঁকে প্রধান অভিযুক্ত হিসেবে আদালতে তোলা হল তিনি বলছেন অন্যজনের নামে। অন্য কাউকে এতবড় কথা কাউকে বলতে শুনেছেন? উনি একমাত্র ব্যক্তি যিনি আমার নামে ক্রমাগত কুত্সা করছেন। একবার মার্ডার কেসে ফাঁসানোর চেষ্টা করেছিল, একবার আমার নামে লিফলেট বিলি করেছিল। আমি বলব ওঁর শুভবুদ্ধির উদয় হোক, ওঁর যদি মানসিক অসুস্থতা থাকে তাহলে চিকিত্সা করান। এটা দীর্ঘদিনের ইস্যু। যা কিছু হচ্ছে তাতেই টিনা সাহা ভৌমিক। কারণ আমি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী। ওঁর বক্তব্য একটাই। টাকা তুলে ওঁর কেরিয়ার শেষ। এখন টিনাকে নিশানা করতে হবে। এটার ওঁর লক্ষ্য। উনি যা বলেছেন তার একটা প্রমাণ এনে দেখান। ওঁর বাড়িতে যতগুলো  চাকরি হয়েছে তার সবকিছু যদি বলি তাহলে ওঁর কাপড় খুলে যাবে। ওঁর সব অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি কেউ দুর্নীতিতে জড়িত থাকে তাহলে তাকে তদন্তের মুখোমুখি হতে হবে। তৃণমূল তাকে রক্ষা করবে না। বুকে আগলে বাঁচিয়ে রাখবে না। সে যেই হোক। আর যদি কেউ জড়িত না থাকে তাহলে তার ভয়ে কিসের?

তৃণমূলের এক বিধায়কের দলেরই এক নেতার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে মুখ খুলল বিজেপি। দলের নেতা শমীক ভট্টাচার্য বলেন, মাতাদর্শহীন কো নও রাজনৈতিক দল যদি কোনও রাজ্য ক্ষমতায় চলে আসে তাহলে ফল এটাই হয়। তৃণমূল কংগ্রেসের দর্শন হচ্ছে জো জিতা ওহ সিকান্দার। আর কর্মসূচি হল বুথের লিজ দেওয়া। তাই এরকম মানুষই তৃণমূলে ভিড় করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.