ঢক্কানিনাদই সার, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে তিন আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রায়গঞ্জ ছাড়াও ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। পঞ্চায়েত নির্বাচনে শাসকের বেলাগাম সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার পুরো কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট দাবি করে বিরোধীরা।

Updated By: Apr 16, 2019, 05:15 PM IST
ঢক্কানিনাদই সার, দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ কেন্দ্রে থাকছে না কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফার ভোটগ্রহণের প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবারই উত্তর দিনাজপুরে পৌঁছেছেন নির্বাচন কমিশনের বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে। এদিন সেখানে প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। সিপিএম ও বিজেপি নেতারা বৈঠক থেকে বেরিয়ে জানান, রায়গঞ্জ কেন্দ্রে ৭৮ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে আশ্বস্ত করেছেন বিশেষ পর্যবেক্ষক। 

 

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে তিন আসনে ভোটগ্রহণ। এর মধ্যে রায়গঞ্জ ছাড়াও ভোটগ্রহণ হবে জলপাইগুড়ি ও দার্জিলিং কেন্দ্রে। পঞ্চায়েত নির্বাচনে শাসকের বেলাগাম সন্ত্রাসের কথা মাথায় রেখে এবার পুরো কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোট দাবি করে বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী না পেলে ভোটকেন্দ্রে যাবেন না বলে আন্দোলনে সামিল হন ভোটকর্মীরাই। তাতেও হল না শেষ রক্ষা। রায়গঞ্জে ১০০ শতাংশ বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী জানিয়ে দিলেন কমিশনের পর্যবেক্ষক। বিবেক দুবে জানিয়েছেন, রায়গঞ্জে ৭৮ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। অর্থাত্ ২২ শতাংশ বুথ থাকবে রাজ্য পুলিস দ্বারা রক্ষিত। 

ক্রীড়ামন্ত্রী অরূপের মালিশে ব্যথা সারল মিমির, দেখুন ছবিতে

ওদিকে দার্জিলিং কেন্দ্রে ৫৫ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে প্রশাসন সূত্রের খবর। দ্বিতীয় দফার ভোটগ্রহণে বাহিনী বেড়ে ১৯৫ কোম্পানি হতে পারে বলে জানিয়েছে কমিশন। ৬৫ কোম্পানি বাহিনী থাকবে রায়গঞ্জে। প্রতি বুথে থাকবেন ৪ - ৮ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কুইক রেসপন্স টিমে থাকবেন ৮ জন জওয়ান। মঙ্গলবার কর্ণজোড়ায় বিবেক দুবে বলেন, '১০০ শতাংশ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করবে কমিশন।'

.