তৃণমূল কর্মীদের ক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী
রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কর্মীদের ধমক দিতে শুরু করেন বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: দলীয় কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়লেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। দলীয় কর্মীদের অভিযোগ, মন্ত্রীর দুব্যর্বহারেই এমন ঘটনা ঘটেছে। তবে কর্মীদের এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর পাল্টা দাবি, অভিযোগ ভিত্তিহীন।
মন্ত্রীর বিধানসভা কেন্দ্র দেওয়ানহাট এলাকায় সোমবার খোদ তাঁরই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। যুব তৃণমূলের পতাকা লাগানো ঘিরেই এদিন বিবাদের সূত্রপাত। সোমবার ওই এলাকায় যুব তৃণমূলের সমর্থকরা দলের পতাকা লাগায়। তৃণমূল নেতা নিশীথ প্রামানিককে সম্বর্ধনা দেবার কথাও জানানো হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল কর্মীদের ধমক দিতে শুরু করেন বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। মন্ত্রীকে ঘিরে চলে স্লোগান।
অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তাঁর দাবি, এই ধরণের কোনও ঘটনাই ঘটেনি। কোতোয়ালি থানার পুলিস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরও পড়ুন- সাত সকালে বালি ব্রিজে আত্মহত্যার চেষ্টা, দাম্পত্য কলহ না তৃতীয় ব্যক্তি?