পর পর রোগীমৃত্যুর পরও হাল ফিরল না হাবড়া হাসপাতালের

Updated By: Oct 6, 2017, 06:14 PM IST
পর পর রোগীমৃত্যুর পরও হাল ফিরল না হাবড়া হাসপাতালের

ওয়েব ডেস্ক: জ্বরে পর পর রোগীমৃত্যুর পরও অব্যবস্থার ছবি অব্যহত হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। শুক্রবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিত্সকরা সামলাচ্ছেন জ্বরের চিকিত্সকের দায়িত্ব।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ চিকিত্সকদের দিয়ে সামলানো হচ্ছে পরিস্থিতি। আক্রান্তদের মধ্যে অনেকে ডেঙ্গি আক্রান্ত বলে অনুমান হলেও নির্দিষ্ট চিকিত্সা শুরুই হয়নি বলে অভিযোগ রোগীর আত্মীয়দের।

ওদিকে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে অর্থনীতির তত্ত্ব বুঝিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী। তাঁর দাবি, চাহিদামতো চিকিত্সা না থাকায় জোগান দেওয়া যাচ্ছে না। রাজ্য সরকারের চাকরিতে যে চিকিত্সকরা আগ্রহী নন প্রকারান্তরে তাও স্বীকার করে নিয়েছেন তিনি। সোমবারের আগে চিকিত্সক মেলার সম্ভাবনা নেই বলেও স্পষ্ট করেছেন বিশ্বরঞ্জনবাবু।

 

.