Madhyamik Exam 2025: উধাও মাধ্যমিক পরীক্ষার্থী! খোঁজ পেতে মরিয়া পরিবার...
Madhyamik Exam 2025: নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর নিঁখোজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন নিখোঁজ ছাত্রীর পরিবার ইতিমধ্যে থানায়...
![Madhyamik Exam 2025: উধাও মাধ্যমিক পরীক্ষার্থী! খোঁজ পেতে মরিয়া পরিবার... Madhyamik Exam 2025: উধাও মাধ্যমিক পরীক্ষার্থী! খোঁজ পেতে মরিয়া পরিবার...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/11/520646-madhyamik.png)
প্রসেনজিৎ সরদার: ইতিমধ্যে সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা, টানটান উত্তেজনায় পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকেরাও। এরই মধ্যে আসছে একের পর এক খবর, কোথাও নকল করতে গিয়ে পড়ছে পরীক্ষার্থী তো কোথাও বোনের হয়ে দিদি দিচ্ছে পরীক্ষা। আবার কখনও খবরের শিরনামে এসেছে নিখোঁজ ছাত্রের কথা, যাকে খুঁজে দেওয়ানো হয়েছে পরীক্ষা। এবার ক্যনিং -এ নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে ঘিরেই ছড়ায় এলাকায় চাঞ্চল্য।
এক মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উদ্বিগ্ন নিখোঁজ ছাত্রীর পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অন্যদিকে ওই পরীক্ষার্থী ছাত্রীর পরিবারও বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছে।
স্থানীয় ও পুলিস সুত্রের খবর ক্যানিং থানার অন্তর্গত গলাডহরা গ্রামের বাসিন্দা নারায়ণ হালদার। তাঁর মেয়ে পার্বতী হালদার স্থানীয় নলিয়াখালি জি এন হরিনারায়ণী বিদ্যাপীঠের ছাত্রী তথা ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষার্থী। ওই ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার সীট পড়েছিল ক্যানিংয়ের ডেভিড সেশুন উচ্চমাধ্যমিক হাইস্কুলে।
আরও পড়ুন: Soil Smuggling: মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার! রাত হলেই মাফিয়ারাজ, রমরমিয়ে চলছে মাটি পাচার...
অভিযোগ, সোমবার বাংলা পরীক্ষার দিন আচমকা নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। এমনকি মাধ্যমিক পরীক্ষাও দিতে যায়নি বলে অভিযোগ এসেছে। পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি করে। ওই ছাত্রীর কোন হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা। শেষ পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রীর খোঁজ পেতে পুলিসের দ্বারস্থ হয় তাঁর পরিবার। ক্যানিং থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)