Mamata Banerjee: 'আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'!
উত্তরবঙ্গে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচির শেষের মুখে। মালদহের ইংরেজবাজারে একমঞ্চে মমতা-অভিষেক।
![Mamata Banerjee: 'আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'! Mamata Banerjee: 'আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/05/04/419163-matatathth.png)
সুতপা সেন: 'অভিষেকের কর্মসূচিকে মানুষ সমর্থন দিচ্ছে'। তৃণমূলের নবজোয়ারে মমতা। বিজেপিকে হুঁশিয়ারি, 'আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'।
উত্তরবঙ্গে 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি শেষের পথে। মালদহে গিয়ে এই কর্মসূচিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। ইংরেজবাজারে এক মঞ্চে দেখা গেল মমতা-অভিষেক। মুখ্যমন্ত্রী বললেন, 'একটানা ২ মাসের কর্মসূচি নিতে ওকে বারণ করেছিলাম। বলেছিলাম, কয়েকদিন ছাাড়া ছাড়া করতে। কিন্তু এখানকার ছেলে জেদ বেশি, শুনল না'।
রাতেই মালদহে পৌঁছন মুখ্য়মন্ত্রী। সকালে প্রথমে প্রশাসনিক বৈঠকে, তারপর যান ইংরেজবাজারে। জনংযোগ যাত্রার মঞ্চ থেকে নাম না বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, 'দৃশ্যদূষণ পার্টি, শব্দদূষণ পার্টি। তৃণমূল কংগ্রস চোর! আগে উত্তর দে, মধ্যপ্রদেশে কী হয়েছে? ৫৪ টা লোক মারা গিয়েছে তদন্ত করতে গিয়ে। আমাদের তদন্ত তো কেউ বাধা দেয়নি'। সঙ্গে হুঁশিয়ারি, 'যখন ইচ্ছা যার বাড়িতে ঢুকে যাচ্ছে, সরকারের অনুমতি ছাড়া কাগজপত্র নিয়ে আসছ। বেআইনি কাজ চিরকাল কেউ সহ্য করবে না। আমার প্রাণ থাকতে তোরা NRC করতে পারবি না'।
আরও পড়ুন: Bengal Weather: সপ্তাহান্তেই ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, এ রাজ্যে কতটা প্রভাব পড়ার আশঙ্কা?
এদিকে ইংরেজবাজারে সভাস্থলে যাওয়ার পথে বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অভিষেকে গাড়ি থামান স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষকে যেন এর টিকিট দেওয়া না হয়। গাড়ি থেকে নেমে গ্রামবাসীদে অভিযোগ শোনেন অভিষেক। এমনকী, রাস্তায় দঁড়িয়ে নোটও নিতে দেখা যায় তাঁকে।