হিন্দুমহাসভার সমালোচনা করেছিলেন স্বয়ং নেতাজি, গেরুয়া শিবিরকে একহাত মমতার
তিনি বলেন, নেতাজি রক্তের বিনিময়ে স্বাধীনতার কথা বলেছিলেন। এখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেই মানুষের রক্ত ঝরছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবককে একহাত নিয়ে মমতার মন্তব্য, নেতাজি ধর্মনিরপেক্ষের কথা বলতেন
নিজস্ব প্রতিবেদন: নেতাজির ১২৩ তম জন্মজয়ন্তী। দার্জিলিংয়ের ম্যালে সুভাষ-স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বর্তমান পরিস্থিতিতে আগাগোড়া বিজেপিকে আক্রমণ। আর সেই সূত্রেই সুভাষকে টেনে আনলেন মুখ্যমন্ত্রী। সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ-ধর্না-মিছিল।
জামিয়া মিলিয়া, আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কর্নাটক-উত্তরপ্রদেশে পুলিসের বিরুদ্ধে বারবার উঠছে অতিরিক্ত দমনপীড়নের অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে একাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে সুভাষচন্দ্র বসুর বহু পরিচিত উক্তিকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধলেন মমতা।
তিনি বলেন, নেতাজি রক্তের বিনিময়ে স্বাধীনতার কথা বলেছিলেন। এখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সরব হলেই মানুষের রক্ত ঝরছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবককে একহাত নিয়ে মমতার মন্তব্য, নেতাজি ধর্মনিরপেক্ষের কথা বলতেন। ঝাড়গ্রামে হিন্দুমহাসভার সমালোচনা করেছিলেন তিনি। এখন হিন্দু ধর্মের যারা বদনাম করছে তারাই নেতা।আজাদির লড়াইয়ে নেতাজির আজাদ হিন্দ ফৌজে সামিল হন সব ধর্মের মানুষ। সেই সূত্রে ধর্মনিরপেক্ষ ভারতের চরিত্র অটুট রাখার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- ক্লাসরুম যখন ‘হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস’, স্কুলছুটদের ‘ঘরে’ ফেরাতে অভিনব ভাবনা
পরাধীন ভারতেই নেতাজি যোজনা কমিশনের কথা ভেবেছিলেন। সে কমিশনের জায়গায় এখন এসেছে নীতি আয়োগ। নীতি আয়োগের কাজের পদ্ধতি নিয়ে আগেও সমালোচনা করেছেন মমতা। এদিনও, নেতাজির জন্মদিবসে, যোজনা কমিশন বিলোপের কথা তুলে প্রধানমন্ত্রীর সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।