Tiger Attack: বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়েই মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল! চলল বাঘে-মানুষে তুমুল লড়াই...
ট দিয়ে যখন এলাকা ঘেরার কাজ চলছিল, তখনই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই রয়্যাল বেঙ্গল টাইগার৷
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাথা কামড়ে ধরল রয়্যাল বেঙ্গল! চলল বাঘে-মানুষে তুমুল লড়াই! টান টান রোমহর্ষসক এমনই ঘটনা ঘটেছে মৈপীঠে। রবিবার রাতে নগেনাবাদ এলাকায় নদী পেরিয়ে জঙ্গল থেকে একটি বাঘ লোকালয়ে চলে আসে৷ এলাকায় বাঘের উপস্থিতির খবর পেয়ে বাঘ তাড়াতে রাতেই ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা।
এরপর এদিন সকালে এখন বাঘ তাড়াতে গিয়ে এক বনকর্মী বাঘের আক্রমণের মুখে পড়ে যায়। নেট দিয়ে যখন এলাকা ঘেরার কাজ চলছিল, তখনই বনকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে ওই রয়্যাল বেঙ্গল টাইগার৷ বনকর্মীর মাথা কামড়ে ধরে বাঘটি৷ সঙ্গে সঙ্গে লাঠিসোটা নিয়ে পালটা বাঘকে আক্রমণ করেন সঙ্গী অন্যান্য বনকর্মীরা৷ কোনওরকমে গুরুতর জখম অবস্থায় বাঘের মুখ থেকে উদ্ধার করা হয় ওই বনকর্মীকে৷ তাঁকে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ পরে সেখান থেকে তাঁকে এসএসকেএম-এ নিয়ে আসা হয়।
ওদিকে বাঘ এখনও ওই এলাকাতেই আছে। এখনও ধরা যায়নি বাঘটিকে। ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে৷ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মৈপীঠ কোস্টাল থানার পুলিস৷ এলাকা ঘিরে রেখেছে বন দফতর৷
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)