Lockdown 4.0: সরকারি নির্দেশিকা মেনে খুলছে পার্লারের দরজা, তবে আমূল বদল নিয়মে

আগের মতো আর কিছুই নেই। চুঁচুড়া পার্লারে গিয়ে দেখা গেল, সেখানে এখন নিয়মের কড়াকড়ি। ফোনে বা হোয়াটসঅ্যাপে সময় বুক করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসতে হচ্ছে পার্লারে। 

Updated By: May 24, 2020, 09:06 PM IST
Lockdown 4.0: সরকারি নির্দেশিকা মেনে খুলছে পার্লারের দরজা, তবে আমূল বদল নিয়মে

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘ লকডাউনের পর দরজা খুলেছে বিউটি পার্লার! রূপসজ্জা তো আছেই, কিন্তু এই দু-মাসে তার চেয়েও বেশি মাথাব্যথা ছিল চুল কাটা নিয়ে! সোশ্যাল মিডিয়াই দেখুন, ছেলে-মেয়ে সকলের একই প্রশ্ন, চুল কাটব কোথায়? এবার আর চিন্তা নেই। ধাপে ধাপে শুরু হয়েছে সেলুন, পার্লারও। 

দু-মাস লকডাউন। বাড়ির বাইরে বেরোনো বন্ধ। বেড়ানো-ঘোরা-আড্ডা সবই বন্ধ। আর তার সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল রূপচর্চাও! তবে এবার গোটা দেশেই যখন একটু একটু করে লকডাউন শিথিল হচ্ছে, তখন বিউটি পার্লারই বা বন্ধ থাকে কেন! সরকারি নির্দেশিকা মেনে চুঁচুড়া খুলেছে পার্লারের দরজা! হাঁফ ছেড়ে বেঁচেছেন মানুষ! 

কিন্তু না, আগের মতো আর কিছুই নেই। চুঁচুড়ার পার্লারে গিয়ে দেখা গেল, সেখানে এখন নিয়মের কড়াকড়ি। ফোনে বা হোয়াটসঅ্যাপে সময় বুক করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তবেই আসতে হচ্ছে পার্লারে। ভিড়ভাট্টা-ঠেলাঠেলি ঠেকাতেই এই নতুন নিয়ম।

পার্লারের কর্মী থেকে মালকিন, নিয়ম মানছেন সবাই।  মুখে মাস্ক, হাতে গ্লাভস। সঙ্গে প্রয়োজনমতো স্যানিটাইজারের ব্যবহার। যাঁরা পার্লারে আসছেন, নিয়ম মানছেন তাঁরাও।
সোশ্যাল ডিসটেন্সিং মেনে চলছে সাজগোজ। খুশি দুপক্ষই। দীর্ঘ লকডাউনের পর লক্ষ্মীলাভ ব্যবসায়ীর। আর দু-মাস পর একটু রূপসজ্জায় স্বস্তির নিঃশ্বাস সুন্দরীদের! 

.