Sukanya Samriddhi Account Scheme: কন্যা সন্তানের জন্ম হলেই পোস্ট অফিসে গিয়ে করুন এই স্কিম, হবেন মালামাল
Sukanya Samriddhi Account Scheme: কোনও পোস্ট অফিস ও বেশ কয়েকটি ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্যা সন্তানদের আর্থিক নিরাপত্তার জন্য কেন্দ্র সরকার নিয়ে এসেছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রচার অভিযানের আওতায় এই অ্যাকাউন্টটি কন্যা সন্তানদের জন্য আনা হয়। মেয়েদের পড়াশোনা ও বিয়ের ক্ষেত্রে এটি বেশ সহায়ক। ফলে এই অ্যাকাউন্টটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে।
আরও পড়ুন-মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, টিউশন যাওয়ার পথে স্কুলছাত্রকে পিষে দিল জেসিবি
কী আছে এই প্রকল্পে
মাত্র ২৫০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খোলা যায়। অ্যাকাউন্ট খোলা থেকে ১৫ বছর পর্যন্ত বছরে সর্বাধিক দেড় লাখ টাকা জমা রাখা যায়।
কোনও কন্যা সন্তানের বয়স ১০ বছরের নীচে হলে এই অ্যাকাউন্ট খোলা যাবে। অর্থাত্ দশ বছর পর্যন্ত এই অ্যাকাউন্ট খোলা যাবে।
একজনের নামে একটাই মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে।
একই পরিবারের দুটি মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে।
কোনও পোস্ট অফিস ও বেশ কয়েকটি ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে।
অ্যাকাউন্টধারীর পড়াশোনার জন্য টাকা তোলা যাবে।
মেয়ের বয়স ১৮ হলে বিয়ের প্রয়োজনে ওই অ্যাকাউন্ট বন্ধ করা যাবে।
দেশের যে কোনও জায়গায় ওই অ্যাকাউন্টটি ট্রান্সফার করা যাবে।
অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর এটি ম্যাচিওর হবে।
ডিপোজিটের টাকা করছাড়ের আওতায় পড়বে।
এই অ্যাকাউন্ট থেকে যে সুদ পাওয়া যায় তাও আয়করের আওতার বাইরে।
এবছর এই অ্যাকাউন্টে সুদ দেওয়া হচ্ছে ৮.২ শতাংশ।
এনআরআইরা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
নমিনি করা যাবে।
অ্যাকাউন্টধারী টাকা তুলতে পারবেন ১৮ বছর পার করার পর অথবা দশম শ্রেণি পাস করার পর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)