RG Kar Doctor Case Verdict Live Updates: আজ সাজা ঘোষণা! যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি? সাড়ে ‍১২টায় শুনানি...

RG Kar Doctor Case Verdict Live Updates: একনজরে সারাদিনের সব বড় খবর। দেখুন শুধুমাত্র Zee ২৪ ঘণ্টা ডিজিটালে-

Last Updated: Monday, January 20, 2025 - 13:19
RG Kar Doctor Case Verdict Live Updates: আজ সাজা ঘোষণা! যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি? সাড়ে ‍১২টায় শুনানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একনজরে দেখে নিন সব থেকে বড় খবর শুধুমাত্র জি ২৪ ঘণ্টা ডিজিটালে। দেখতে থাকুন, LIVE UPDATES- 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

20 January 2025, 13:15 PM

R G Kar Incident Verdict: আপাতত সাজা ঘোষণা এখানেই থামল। ফের দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে সাজার শুনানি শুরু হবে। আপাতত বিচারক অনির্বাণ দাস কোর্ট রুম থেকে বেড়িয়ে গেলেন। ফের শুনানি শুরু হবে কিছুক্ষণ পর। সঞ্জয় রায় আজও রক্ষাকবচ হিসেবে নিজের গলার রুদ্রাক্ষের প্রসঙ্গ টেনে আনেন। পাশাপাশি সঞ্জয় আরও অভিযোগ তোলে, তাকে নাকি মারধর করা হয়েছে। জমজমাট আর্গুমেন্ট চলছিল শিয়ালদহ কোর্টে। ডিফেন্সের আইনজীবীর তরফ থেকে তাকে আরও একটা সুযোগ দেওয়ার আবেদন করা হয়েছে।  

20 January 2025, 12:45 PM

R G Kar Incident Verdict: সিবিআই আবারও আদালতে সঞ্জয়ের ফাঁসির সাজা চাইল। বেলা ১২টা বেজে ৪০ মিনিটে কোর্টে আনা হল। ১২টা ৩৭ মিনিটে বিচারক অনির্বাণ দাস কোর্ট রুমে ঢোকেন। 

20 January 2025, 12:15 PM

Mamata Banerjee: আরজি করের চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় তিনি আগেই ফাঁসির দাবিতে মিছিল করেছিলেন। এই মামলার সুবিচার চাই। আজ মুর্শিদাবাদ উড়ে যাবার আগে ডুমুরজলা হেলিপ্যাডে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাজা সম্পর্কে আগে থেকে তিনি মন্তব্য করতে চাননা। তবে অভিযুক্তের তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান। এদিন তিনি বলেন পরপর তিনটি মামলায় আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে। এজন্য তিনি পুলিস এবং বিচারকদের ধন্যবাদ জানান।

20 January 2025, 10:45 AM

R G Kar Incident Verdict: সকাল ১০টা বেজে ৪১ মিনিটে শিয়ালদহ আদালতে ঢুকল সঞ্জয়ে রায়ের প্রিজন ভ্যান। কড়া নিরাপত্তায় মোড়া কোর্ট চত্বর।

20 January 2025, 10:30 AM

R G Kar Incident Verdict: প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কড়া পুলিসি নিরাপত্তায় নিয়ে যাওয়া হচ্ছে সঞ্জয় রায়কে। প্রতিটি ট্র্যাফিক সিগন্যালে মোতায়েন রয়েছে পুলিস। গ্রিন করিডোর করে নিয়ে আসা হবে সঞ্জয়কে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কনভয় করে নিয়ে আসা হবে সঞ্জয় রায়কে।  

20 January 2025, 09:45 AM

Local Trains Update: বালিঘাট এবং বালিহল্টের মাঝে রেল ওভার ব্রিজ রক্ষণাবেক্ষণের জের। ৯৫ বছরের প্রাচীন সেতুর সব গার্ডার পরিবর্তন। ডানকুনি-শিয়ালদহ শাখায় ৪ দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ। ২২ জোড়া অর্থাৎ ৪৪টি লোকাল বাতিল।

20 January 2025, 09:45 AM

Traffic Update: ট্রাফিক ব্যবস্থায় বড়সড় নিয়ন্ত্রণ। ২২ জানুয়ারি মধ্যরাত থেকে সেতুতে বিধিনিষেধ। ২৭ জানুয়ারি ভোর ৬ টা পর্যন্ত জারি বিধিনিষেধ। বালি ব্রিজ দিয়ে কলকাতা গামী গাড়ি আসতে পারবে। কলকাতা থেকে বালি যাওয়ার লেন সম্পূর্ণ বন্ধ। নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে বাস এবং ছোট গাড়ি। বাসের ক্ষেত্রে টোল মকুব করার সিদ্ধান্ত প্রশাসনের।

20 January 2025, 09:45 AM

Burdwan: পথ দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুতে লরি চালক গ্রেফতার। লরি চালক সমীর সাঁতরা গ্রেফতার। লরি চালককে গ্রেফতার রায়না থানার পুলিসের

20 January 2025, 08:45 AM

Mamata Banerjee: ঐতিহাসিক নবাবের শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে জোরদার প্রস্তুতিও। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সাজছে নবারের শহর। সোমবার দুপুরে মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইন্সটিটিউশন মাঠে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে মুখ্যমন্ত্রীর সভাস্থল তৈরির কাজ। মঞ্চ তৈরি থেকে সভাস্থল ঘেরার কাজে ব্যস্ত কর্মীরা। তার আগে সভাস্থল থেকে সভার মাঠেও চলছে জোরদার প্রস্তুতি। প্রশাসনিক আধিকারিক থেকে তৃণমূল নেতৃত্ব ঘুরে দেখছেন সভার প্রস্তুতিও। শহরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ও মুখ্যমন্ত্রীর কাটআউটে সাজিয়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী সভা থেকে একদিকে যেমন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দেবেন অন্যদিকে জেলার উন্নয়নে কি বার্তা দেয় দিকেই তাকিয়ে জেলার মানুষ।

 

20 January 2025, 08:45 AM

Bankura: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। এক যুবককে গ্রেফতার গলসি থানার পুলিসের। ধৃতের নাম সাহেব মণ্ডল। বাঁকুড়ার সোনামুখী থানার দুবরাজপুরে ধৃতের বাড়ি

20 January 2025, 08:45 AM

R G Kar Incident Verdict: আজ সঞ্জয়ের সাজা ঘোষণা যাবজ্জীবন কারাদণ্ড না ফাঁসি? আজ দুপুর সাড়ে ‍১২টায় শুনানি। শুরু শুনানির শুরুতেই সঞ্জয়ের বক্তব্য শুনবে আদালত। শুনানির দ্বিতীয়ার্ধে শিয়ালদহ আদালতে সাজা ঘোষণা।