WB Weather Update: ঘ্যানঘেনে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, কবে মুক্তি দুর্যোগ থেকে?

WB Weather Update: শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে

Updated By: Feb 19, 2025, 08:56 AM IST
WB Weather Update: ঘ্যানঘেনে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা, কবে মুক্তি দুর্যোগ থেকে?

অয়ন ঘোষাল: জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান এবং অসমে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। তার জেরেই দেশের বিভিন্ন অংশ তার প্রভাব পড়েছে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি রবিবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শনিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রাজ্যজুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা।

আরও পড়ুন- মালবাজারের চা বাগানে ফের চিতাবাঘের হানা! আক্রান্ত ২...

দক্ষিণবঙ্গে সকালে হালকা কুয়াশা; পরে পরিষ্কার আকাশ। সকালে আংশিক মেঘলা আকাশ।  বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।  রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন।

বুধবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে।

শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

শনিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে সম্ভাবনা বেশি বৃষ্টির। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন।

 উত্তরবঙ্গ

দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি।

রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জেলায়। আগামিকাল থেকে জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল বৃহস্পতিবার মালদা জেলাতে বৃষ্টির সম্ভাবনা।

শনিবার এবং রবিবার এই দুদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

কলকাতা

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি।  রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার  ও শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বিক্ষিপ্তভাবে টানা চার দিন বৃষ্টি হলেও তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা নতুন করে উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

কলকাতার তাপমান
 
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯২ শতাংশ।

ভিনরাজ্যে
 
আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস ও সতর্কতা অরুণাচল প্রদেশে। আগামী ৪১ ঘন্টায় ভারী বৃষ্টি হবে জম্মু-কাশ্মীর লাদাখ এবং হিমাচল প্রদেশে। মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম মেঘালয় এ। রাজধানী দিল্লিতে ও আগামী দুদিন বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দেশের আরো প্রায় ১৮টি রাজ্যে। রাজ্যগুলি হল জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ , উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরাতে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.